মাত্র কয়েক দিন আগেই নেইমার মোটা অঙ্কের চুক্তিতে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালে। এবার ব্রাজিল দলেও ফিরছেন তিনি। বিশ্বকཧাপের বাছাই পর্বের দল ঘোষণা করেছে ব্রাজিল। সেই দলেই জায়গা পেয়েছন নেইমার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। এবার ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে চলেছে। তবে এই দলে শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজ জানিয়েছেন, ওই ঝামেলার কারণেই পাকেতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছেন। য𝕴দিও পাকেতার দাবি, তিনি কখনও কোনও ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে নিজেও বিস্মিত।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্🌳রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাতেই জানা গেছে যে নেইমার ফিরতে চলেছেন। চোট কাটিয়ে সুস্থ হওয়ার পরেই দলে ফিরেছেন এই উইংগার। ২৩ জনের দলে জায়গা পেয়েছেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দেওয়া ইবানেজ। তবে বাদ পড়েছেন ওয়েস্টহ্যামের লুকাস পাকেইতা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের হয়ে ৪২ ম্যাচে ৯ গোল করেছেন পাকেতা। এদিকে, কাতার বিশ্বকাপের পর ব্রাজিল দল তিনটি প্রীতি ম্যাচ খেললেও কোনওটিতেই ছিলেন না নেইমার। তার ওপর ফেব্রুয়ারিতে গোড়ালির চোট পেয়ে সুস্থ হওয়ার প্রক্🌄রিয়ার মধ্যে ছিলেন।
অবশেষে দলে ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। দলের কোচ দিনিজ বলেছেন, ‘নেইমার আমাদের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার ও জাতীয় দলে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আমি সম্প্রতি তার সঙ্গে কথা বলি এবং সে এই🌌 সুযোগের কথা শুনে ভীষণ আনন্দিত।’ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে ডাগআউট সামাল দেবেন কোচ ফার্নান্দো দিনিজ। অন্তবর্তীকালীন এই কোচের অধীনে বাছাইপর্বের ম্যাচ দিয়েই প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। এর আগ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন দিনিজ। ফ্লুমিন্সের এই কোচের অধীনে এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ। ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। এর ৪ দিন পরেই প্রতিপক্ষ পেরুর বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল।
ব্রাজিল দল: গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: দানিলো, ভ্যানডꦓারসন, হেনরিখ, রেনান লদি, ইব💛ানেজ, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকিনিওস, নিনো।
মিডফিল্ডার: আন্দ্র𝓰ে, ব্রুনো গুইমারেস, জোয়েলিনতন, কাসেমিরো, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড: আন্তোনি, নেইমার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিন♏িসিয়াস জুনিয়র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।