'আমিও ব্রাহ্মণ’ মন্তব্য নিয়ে সুরেশ রায়নার পাশে দাঁড়ালেন রবীন্দ্র জাদেজা। সরাসরি কিছু না বললেও টুইটারে 'স্যার' জাদেজা লিখলেন, 'চিরকালের꧃ জন্য রাজপুত ছেলে (ফরওভার রাজপুত বয়)।' সেই মন্তব্য নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
নেটিজেনদের একাংশ জাদেজার সমালোচনায় মুখর হন।এক নেটিজেন লেখেন, 'নমস্কার রায়না এবং রবীন্দ্র, আপনারা আপনাদের দ্বিজ বর্ণকে মহিমান্বিত করতেই পারেন। এটা বর্ণপ্রথাকে মহিমান্বিত করা হচ্ছে। কিন্তু একজন শূদ্র এবং অস্পৃশ্য মানুষ কীভাবে নিজের ൩ধর্মকে মহিমান্বিত করবেন?' অপর একজন বলেন, 'ক্রিকেটার হিসেবে এরকম বর্ণপ্রথার বিষয়ে কথা বলতে আপনার লজ্জা করে না! আমরা প্রথমে ভারতীয়, শেষেও তাই।' একজন লেখেন, 'স্যার, আপনি লাখ-লাখ মানুষের অনুপ্রেরণা। এরকম ভাবনাচিন্তা যে আপনি পোষণ করবেন, তা কখনও আশা করিনি। বর্ণ, ধর্ম, রং - কিছু গুরুত্বপূর্ণ নয়। আমরা যাই হই না কেন, আমরা আপনাকে ভালোবাসি।'
সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ধারাভাষ্যের সময় রায়নার ‘আমার মনে ♔হয়, আমিও ব্রাহ্মণ’ মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এক ধারাভাষ্যকার জানতে চান, কীভাবে চেন্নাইয়ের সংস্কৃতির সঙ্গে তিনি একাত্ম হয়ে গিয়েছেন। ‘ভেশটি’ পরে নাচতেও দেখা গিয়েছে। কীভাবে সেটা হয়েছে? জবাবে চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, 'আমার মনে হয়, আমিও ব্রাহ্মণ। আমি ২০০৪ সাল থেকে চেন্নাইয়ে খেলছি। আমি এই সংস্কৃতিকে ভালোবাসি। আমার টিমমেটদেরও ভালোবাসি। আমি অনিরুদ্ধ শ্রীকান্ত, বদ্রি (এস বদ্রিনাথ), বালা ভাইয়ের (লক্ষ্মীপতি বালাজি) সঙ্গে খেলেছি।'
সেই মন্তব্যের পর অনেকেই রায়নার সমালোচনার সরব হন। কেউ কেউ প্রাক্তন ভারতীয় তারকার পাশেও দাঁড়ান। তারইমধ্যে জাদেজ🙈ার টুইটে বিতর্কের মাত্রা আরও বাড়ে। তবে ♚রায়নার তো জাদেজার পাশে দাঁড়ান। তাঁদের বক্তব্য, নিজের পরিচয় স্বত্বা নিয়ে কেউ গর্ব করতেই পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।