শুভব্রত মুখার্জি
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লড়াই চালাচ্ছিলেন বাংলাদেশের প্রাক্তন ক্র♓িকেটার মোশাররফ হোসেন রুবেল। অবশেষে সেই লড়াই থামল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ফলে রুবেলকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ চিকিৎসকদের তরফে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার রুবেল। আজ থেকে বছর তিনেক আগে ২০১৯ সালের মার্চ মাসে ধরা পড়েছিল যে রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত। অস্ত্রোপচারের জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছ🌱িল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালে ১৯ মার্চ নিউরো সার্জেন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয়েছিল তাঁর।
পরবর্তী সময়ে ২০২০ সালে স্বাভাবিক জীবনে ফিরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিন্তু সেই বছরেই করোনাকালে নভেম্বর মাসে ফের অসুস্থ হꦆয়ে পড়েন তিনি। ২০২১ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এমআরআই করার পর জানা যায়, পুরনো টিউমারট൩ি যা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে, তা ফের নতুন করে বাড়তে শুরু করেছে।
২০০৮ সালে টা🎃ইগারদের হয়ে মোশাররফ রুবেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ১টি উইকেট পান। পরবর্তীতে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে ফের জাতীয় দলে ডাক পেলেও কোন ম্যাচ না খেলেই ফের বাদ পড়েন। ২০১৬ সালে আফগানিস্তান সিরিজে ফের জাতীয় দলে ফিরলেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।