ভারতের ১২তম প্লেয়ার হিসেবে বিরাট কোহলি ১০০তম টেস্ট ম্যাচ খেলার নজ𒅌ির গড়ে ফেললেন। প্রাক্তন অধিনায়কের শততম টেস্টকে ঘিরে মোহালিতে একেবারে হইহই ব্যাপার। মেতে উঠেছে গোটা দেশই। তবে কোহলির আগে কোন ১১ জন ক্রিকেট🌳ার শততম টেস্ট খেলার নজির গড়েছেন জানেন?
দেখে নিন সেই তালিকা:
সচিন তেন্ডুলকর- ২০০টি টেস্ট
রাহুল দ্রাবিড়- ১৬৩টি টেস্ট
ভিভিএস লক্ষ্মণ- ১৩৪টি টেস্ট
অনিল কুম্বলে- ১৩২টি টেস্ট
কপিল দেব ১৩১টি টেস্ট
সুনীল গাভাসকর- ১২৫টি টেস্ট
দিলীপ বেঙ্গসরকার- ১১৬টি টেস্ট
সৌরভ গঙ্গোপাধ্যায়- ১১৩টি টেস্ট
ইশান্ত শর্মা- ১০৫টি টেস্ট
হরভজন সিং- ১০৩টি টেস্ট
বীরেন্দ্র সেহওয়াগ- ১০৩টি টেস্ট
বিরাট কোহলি- ১০০টি টেস্ট
কোহলি ৯৯টি টেস্টে করেছেন ৭৯৬২ রান। ২৭টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। যার মধ্যে প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১২ সালে অ্যাডিলেডཧে। আর ২৭ নম্🌃বরটি এসেছে কলকাতায়। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন বিরাট। তার পর থেকে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেললেও শতরান আসেনি। মোহালিতে তাঁর ১০০তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় বিরাট ভক্তরা।
ভারতীয় ব্যাটারদের মধ্যে শতরানের তালিকায় চার নম্বরে বিরাট। তাঁর চেয়ে বেশি শতরান রয়েছে সুনীল গাভাসকর (৩৪), রাহুল দ্রাবিড় (৩৬) এবং সচিন তেন্ডুলকরের (৫১)। অনেকের আশা, সচিনের শততম শতরানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তবে সেটা বিরাটই। ইতিমধ্যেই ৭১টি শতরান করে ꦍফেলেছেন তিনি।
টেস্টে বিরাটের দ্বিশতরানের সংখ্যা সাতটি🅘। সচিন, সেহওয়াগ, দ্রাবিড়দের পিছনে ফেলে দিয়েছেন তিনি। সামনে শুধু তিন জন। ডন🔴 ব্রাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) এবং ব্রায়ান চার্লস লারা (৯)। ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে বিরাটই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।