সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গ🔯ে সংঘর্ষে শহিদ হয়েছে ২০ জন ভারতীয় জওয়ান। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি-সহ ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বরা দেশের জন্য প্রাণ দেওয়া সেনা জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য 🍸জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
টুইটারে বিরাট কোহলি লেখেন, ‘গালওয়ান উপত্যকায় আমাদের দেশকে রক্ষার জন্য যে সব সেনা নিজেদের জীবন উৎসর্গ করলেন, তাঁদের বলিদানকে স্যালুট ও গভীর শ্রদ্ধা জানাই। একজন সেনা জওয়ানের থেকে নিঃস্বার্থ ও সাহসী আর কেউই হতে পারেন না। আন্তরি🐭ক সমবেদনা রইল তাঁদের পরিবারের প্রতি। আশা করি কঠিন সময়ে আমাদের প্রর্থনায় তাঁরা শান্তি খুঁজে পাবেন।’
কোহলির ডেপুটি রোহিত শর্মাও সোশ্যাল মিডিয়ায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে൩ছেন। টুইটারে রোহিত লেখেন, ‘দেশের সীমান্ত রক্ষায় যাঁরা নিজেদের প্রাণ দিলেন, সেই সব প্রকৃত নায়কদের স্যালুট। ঈশ্বর ওঁদের পরিবারকে পরম শক্তি দিন।’
টুইটারে যুবরাজ সিং লেখেন, ‘গালওয়ান উপত্যꦏকায় শহিদ জওয়ানদের সাহসিকতাকে আমার কুর্নিশ। এমন হানাহানি অবশ্যই বন্ধ হওয়া উচিত। আশা করি আমরা এমন একটা বিশ্বে বাস করতে পারব, যেখানে মানব জীবন মূল্য পাবে। জওয়ানদের শোকাহত পরিবারের জন্য প্রর্থনা রইল।’
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এই সংঘর্ষকে চিনের পরিকল্পিত আ🍷ক্রমণ বলে উল্লেখ করেন এবং শহিদ জওয়ানদের উদ্দেশ্যে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।