তিরন্দাজির যুব বিশ্বচ্যাম্পিয়𝕴নশিপে অপ্রতিরোধ্য ভারত। পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপের অনূধ্ব-১৮ বিভাগে ছেলে, মেয়ে ও মিক্সড টিম, তিনটি দജলগত ইভেন্টেই সোনা জিতল ভারত।
কম্পাউন্ড ক্যাডেট ওমেন টিম:- অনূর্ধ্ব-১৮ মেয়েদের দলগত বিভাগের ফাইনালে 🤪ভারত ২২৮-২১৬ ব্যবধানে পরাজিত করে তুরস্ককে। ভারতের হয়ে ইভেন্টে প্রতিনিধিত্ব করেন রিধু বর্ষিনী, পরনীত কউর ও প্রিয়া গুর্জর। ভারত প্রথম এন্ডের শেষে ৫৫-৫১ ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয় এন্ডের শেষে ভারতের লিড দাঁড়ায় ১১১-১০৪। তৃতীয় এন্ডের শেষে ভারত ১৭০-১৫৭ ব্যবধ𝐆ানে পিছনে ফেলে দেয় তুরস্ককে। শেষ এন্ডে তুরস্ক তুলনায় ভালো পারফর্ম্যান্স করলেও ভারতের জয় তুলে নিতে অসুবিধা হয়নি।
প্রথম এন্ড:-
ভারত- ৫৫
তুরস্ক- ৫১
সার্বিক ফল: ৫৫-৫১
দ্বিতীয় এন্ড:-
ভারত- ৫৬
তুরস্ক- ৫৩
সার্বিক ফল: ১১১-১০৪
তৃতীয় এন্ড:-
ভারত- ৫৯
তুরস্ক- ৫৩
সার্বিক ফল: ১৭০-১৫৭
চতুর্থ এন্ড:-
ভারত- ৫৮
তুরস্ক- ৫৯
সার্বিক ফল: ২২৮-২১৬
কম্পাউন্ড ক্যাডেট মেন টিম:- অনূর্ধ্ব-১৮ ছেলেদের বিভাগের ফাইনালে ভারত ২৩৩-২৩১ ব্যবধানে পরাজিত করে আমেরিকাকে। ভারতের হয়ে ইভেনও্ট𝕴ে প্রতিনিধিত্ব করেন কুশল দালাল, সাহিল চৌধুরী ও মিহির নীতিন।
প্রথম এন্ড:-
ভারত- ৫৮
আমেরিকা- ৫৭
সার্বিক ফল: ৫৮-৫৭
দ্বিতীয় এন্ড:-
ভারত- ৫৯
আমেরিকা- ৫৮
সার্বিক ফল: ১১৭-১১৫
তৃতীয় এন্ড:-
ভারত- ৫৮
আমেরিকা- ৫৭
সার্বিক ফল: ১৭৫-১৭২
চতুর্থ এন্ড:-
ভারত- ৫৮
আমেরিকা- ৫৯
সার্বিক ফল: ২৩৩-২৩১
কম্পাউন্ড ক্যাডেট মিক্সড টিম:- অনূর্ধ্ব-১৮ মিক্সড টিম 𝐆ইভেন্টের ফাইনালে ভারত ১৫৫-১৫২ ব্যবধানে পরাজিত করে আমেরিকাকে। এই ইভেন্টে ভারতের হয়ে অংꦿশ নেন প্রিয়া গুর্জর ও কুশল দালাল।
প্রথম এন্ড:-
ভারত- ৩৯
আমেরিকা- ৩৬
সার্বিক ফল: ৩৯-৩৬
দ্বিতীয় এন্ড:-
ভারত- ৩৮
আমেরিকা- ৩৭
সার্বিক ফল: ৭৭-৭৩
তৃতীয় এন্ড:-
ভারত- ৩৯
আমেরিকা- ৪০
সার্বিক ফল: ১১৬-১১৩
চতুর্থ এন্ড:-
ভারত- ৩৯
আমেরিকা- ৩৯
সার্বিক ফল: ১৫৫-১৫২
দলগত বিভাগে দাপট দেখালেও কম্পাউন্ড ক্যাডেটে মেয়েদের ব্যক্তিগত বিভাগে সোনা হাতছাড়া হয় প্রিয়া গুর্জরের। ত🐻িনি ফাইনালে হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন ভারতের পরনীত কউর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।