বেঙ্গালুরু এফসির বিপক্ষে দুরন্ত জয় পেয়েছে মোহনবাগান। সেই জয়ের সঙ্গে মোহনবাগানের শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রয়েছে। কান্তিরাভায় পয়েন্ট নষ্ট হলেই, শিল্ড চলে যেত মুম্বই সিটি এফসির হাতে। কিন্তু ম্যাচ জ🐷িতে যাওয়ায় কাজটা এখন তুলনায় সহজ হয়েছে মোহনবাগানের কাছে। সোমবার মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই বহুকাঙ্খিত সেই আইএসএলের লিগ শিল্ড পকেটে পুড়ে ফেলবে বাগান। সাই়ড লাইনে অসুস্থতার জন্য এখনও বসতে পারছেন না কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।মুম্বই দলও এই মূহূর্তে লিগ টেবিলে সবার ওপরে রয়েছে, তাই হাবাসের ডেপুটি বলছেন, ঘরের মাঠে খেলা হলেও চাপে থাকবে তার দলই। অর্থাৎ ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে চাপে রাখার কৌশলই হয়ত বেছে নিলেন ম্যানুয়েল।
আরও পড়ুন-ISL-এ আসার জন্য মহমেডানকে অভিনন্দন🍬 মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা প্রাক্তন ফুটবলারদেরও
কয়েক বছর আগে এই মুম্বই সিটি এফসির বিপক্ষেই আইএসএলের ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগানকে। সেবার সন্দেশ ঝিংগানদের ভুলে গোল হজম করে চ্য়াম্পিয়ন হতে পারেনি বাগান। এরপর মুম্বইকে ফাইনালে না পেলেও, ট্রফি জয়ের স্বপ্ন বেঙ্গালুরুকে হারিয়ে মিটিয়ে ফেলেছিল সবুজ মেরুন শিবির। তবে এবার পাল্টা লিগ শিল্ডের লড়াইয়ে মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবুজ মেরুন শিবিরের সামনে। বেঙ্গালুরুর বিপক্ষে চার গোল দেওয়ায়, আত্মবিশ্বাসের দিক থেকে দল ভালো জায়গায় থাকবে তা বলাই বাহুল্য। দিমিত্রি যে কোনওদিন গোল পেতে পারেন। কিন্তু সাඣদিকুর গোলের মধ্যে থাকাটা দরকার ছিল, সেটা হয়েছএ। এদিকে সাহাল আবদুল সামাদও চোট কাটিয়ে সোমবার মাঠে নামতে পারেন বলে জানালেন হাবাসের ডেপুটি।
আরও পড়ুন-মহমেডান বলে♌ছিল টাকা দিয়ে ISL খেলবে না, সেটাই করে দেখিয়েছে'-মানস ♓ভট্টাচার্য
ম্যানুয়েল পেরেজ বলেন, ‘প্রথম ২০-২৫ মিনিট বেঙ্গালুরু এফসি খেলায় ছিল। কিন্তু সময় যতই গড়💖িয়েছে ম্যাচের রাশ আমাদের হাতে চলে এসেছিল। প্রথম একাদশের ফুটবলাররা তো বটেই, রিজার্ভ বেঞ্চকেও আমরা এই ম্যাচে দেখে নেওয়ার সুযোগ পেয়েছি। আর তাঁরাও বেশ ভালোই খেলেছে। গত ম্যাচে অনেক সহজ সুযোগ নষ্ট করেছিলাম। এই ম্যাচে সেই সুযোগ গোলে কনভার্ট করা গেছে।✱ এই ম্যাচ থেকে ফুটবলাররা আত্মবিশ্বাস পাবে, তা বলাই যায়’।
আরও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজিඣর
অসুস্থতার জন্য অ্যান্তোনিও লোপেজ হাবাস শেষ তিন ম্য়াচে মোহনবাগানের ডাগআউটে বসতে পারেননি। তাকে নিয়ে বড় আপডেট দিলেন সহকারী ম্যানুয়েল। হাবাসের ডেপুটি জানান, ‘এখনও ♏পর্যন্ত সম্পূর্ণ সুস্থ নন কোচ হাবাস। তবে আগের থেকে ভালো আছেন। আগামী দুই দিনের মধ্যেই অনুশীলনে যোগ দিতে পারেন, সেক্ষেত্রে লিগের শেষ ম্যাচে ডাগআউেও দেখা যেতে পারে হাবাসকে’। তিনি আসার পরই যে মরশুমের মাঝপথে ঘুরে দাঁড়িয়েছে দল। জুয়ানের আমলে পরপর তিন ম্যাচ হেরে কার্যত খাদের কিনারায় চলে গেছিল। সেখান থেকেই বাগানকে সামলে নিয়েছেন হাবাস। আর মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে স্প্যানিশ হেডস্যারকে তো প্রয়োজন লাগবেই স꧂াইড লাইনে, তা বলাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।