মহমেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হতেই সর্বস্তর থেকে আসছে শুভেচ্ছা বার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা দুই প্রধানের কর্তা, কিংবা প্রাক্তন ফুটবলার। সাদা কালো শিবিরের সাফল্যে গর্বিত⭕ প্রত্যেকে। শিলং লাজংকে ২-১ গোলে হারাতেই রেড রোডের ক্লাবে অকাল দীপাবলি শুরু হয়ে যায়। সাদা কালো শিবিরে শুরু হয়ে যায় উচ্ছ্বাস। স্বপ্ন পূরণের সেরা সময় বোধহয় এটাই। দীর্ঘ এক দশক ধরে চেষ্টা চলেছে আই লিগে ওঠার এবং পরবর্তীতে আইলিগে চ্যাম্পিয়ন হওয়ার। অবশেষে সাফল্য মিলেছে। জাতীয় লিগ খেলার সময় বারবার অবনমনের আওতায় পড়তে হত সাদা কালো শিবিরকে। কিন্তু আন্দ্র𒀰ে চেরনিশভের দল এবারে অন্যরকম ফুটবল খেলেছে। কখনও মনে হয়নি তাদের দলে বোঝাপড়ার ঘাটতি রয়েছে কিনা। এই দল আইএসএলের বর্তমান যে কোনও দলকেই কড়া চ্যালেঞ্জ দিতে পারে।
আরও পড়ুন-IFA-র অনুꦏমোদন প💯েল জেভিয়ার্স, প্রেসিডেন্সি সহ ১২, আসছে বিশ্ববিদ্যালয় স্তরের টুর্নামেন্ট
মহমেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাস তৈরির দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে ♐বলেন, ‘ইতিহাস তৈরি করল মহমেডান স্পোর্টিং ক্লাব। শিলং লဣাজংকে ২-১ গোলে হারাল। মোহনবাগান-ইস্টবেঙ্গলের পর তৃতীয় ক্লাব হিসেবে আইএসএলে খেলবে মহমেডান। তাদের সাফল্য আমায় গর্বিত করেছে। সমস্ত ফুটবলার, কোচ ও কর্তাদের অভিনন্দন।’
আরও পড়ুন-স্পনসর পেতে সমস্যা নেই কোনও, ISL-🌌এ উঠে সমর্থকদের আশ্বাস𒀰 মহমেডানের
মহমেডান স্পোর্টিং ক্লাবের সাফল্য𓃲ের পরই, তাদের শুভেচ্ছা জানাতে গিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘আমাদের একটা সময় আইএসএলে ফ্রাঞ্চাইজি ফি দিয়ে খেলতে বাধ্য করা হয়েছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি, না🍌 দিয়েও যে খেলা যায় সেটাই প্রমাণ করে দেখালো মহমেডান স্পোর্টিং ক্লাব’।
মোহনবাগানের সচিব দেবাশিষ দত্ত বলেন,'আইএসএল শুরুর সময় বলা হয়েছিল প্রত্যেক শহর থেকে একটি করে ক্লাব খেলবে। কলকাতা থেকে এখꦬন তিনটি দল খেলবে। মহমেডান ক্লাব চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিল যে কলকাতা ফুটবলের মক্কা'।
উল্লেখ্য আইলিগ থেকে মহমেড♛ান স্পোর্টিং ক্লাবের অবনমনের পর আর কেউ সেভাবে মোহনবাগান- মহমেডান ও ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচকে ডার্বির তকমা দিতেন না। কিন্তু আইএসএলে নিজের যোগ্যতায় পা রাখার পরই এই বিতর্ক কিন্তু 🏅উষ্কে দিল সাদা কালো শিবির। কারণ তারা বাকিদের মতো ফ্রাঞ্চাইজি ফি দিয়ে টাকার জোরে আইএসএল খেলতে আসেনি। বরং অনেক কাঠখড় পুড়িয়ে,কঠিন পরিশ্রমের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছে এই লিগের। প্রাক্তন গোলরক্ষক অতনু ভটচার্য বলেছেন, ‘নিজেদের যোগ্যতায় যেভাবে মহমেডান স্পোটিং ক্লাব আইএসএল খেলার সুযোগ পেল তাতে বাকি দুই প্রধানের থেকেও তাদের কৃতিত্ব অনেক বেশি’।
আরও পড়ুন-গড়াপেটা ইস্যুতে বেসামℱাল IFA, সিদ্ধান্ত ঘেরে ক্ষোভ অন্দরমহলেই
আর এক প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় বলেছেন, ‘এই মহমেডান ক্লাব থেকেই তার জাতীয় দলের সুযোগ পাওয়া। তাকে অনেক কিছু দিয়েছে এই ক্লাব। দীর্ঘ সময় সাফল্য থেকে দূরে থাকলেও অবশেষে ক্লাব আই লিগ জেতায় আস্তে🎐 আস্তে তাদের পুরনো সুদিন ফিরে আসতে🍰 চলেছে’।
প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেছেন ,'আজকে ক্লাব আই লিগ চ্যাম্প💧িয়ন হয়েছে খুব ভালো কথা। কিন্তু আরো ভালো বিষয় হল তিন প্রধানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে। যার ফলে সকলে জানতে পারবে আই লিগ জয়ের পাশাপাশি স্বাধীনতার আগে মহমেডান ক্লাব টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল'।
রাজ্য থেকে লোকসভা নির্বাচনের অন্যতম প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন সাদা কালো শিবিরকে। একদা খেলেছেন এই ক্লাবের জার্সি গায়ে। কয়েকদিন আগেও এসেছিলেন ক্𒅌লাবে।তখন ফুটবলারদের মধ্যে যে তাগিদ ছিল,তা দেখে বুঝতে পেরেছিলেন এবার কিছু একটা করে দꦑেখাবে খেলোয়াড়রা।আর সেটা হওয়াতেই অত্যন্ত খুশি এই প্রাক্তন ফুটবলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।