শনিবারই আইলিগ জিতেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এই প্রথম আইলিগ চ্যাম্পিয়ন হল তারা। অতীতে জাতীয় লিগেও খেলেছিল সাদা কালো শিবির। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হয়নি। মাইক ওকোরো, ইউজিন গ্রের মতো ফুটবলার নিয়ে এসেও শেষবার নেমে যেতে হয়েছিল সাদা কালো শিবিরকে। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে। টানা তিন বছর কলকাতা ল🅷িগ জয়ের পর এবার আইলিগ চ্যাম্পিয়ন হওয়া গেছে। সরাসরি আইএসএল খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মহমেডান স্পোর্টিং। তবে লিগ জয়ের দিনই এসেছে দুঃসংবাদ। বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে মহমেডান স্পোর্টিংকে প্রতিশ্রুতি দিলেও লুলু গ্রুপ আইএসএলে সাদা কালো শিবিরের স্পনসর হবে না। আইলিগ জয়ের দিনই এমন খবর ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়ে যান মহমেডান সমর্থকরা। আবার কি আইএসএলে উঠেও ভালো দল না গড়তে পেরে অবনমন হয়ে যাবে ক্লাবের, এই চিন্তায় পড়ে যান সমর্থকরা। যদিও সাদা কালো সভ্য সমর্থকদের আশ্বস্ত করছেন ক্লাবের কার্যকরি সভাপতি মহঃ কামারুদ্দিন।
মহমেডান ক্লাব যখন অতীতে জাতীয় লিগ খেলেছে তখন দলের অর্থনৈতিক সংকটে দায়িত্ব তুলে নিয়েছেন মহঃ কামারুদ্দিন। কখনও সচিব, আবার কখনও সহ সভাপতি। বিভিন্ন সময় ক্লাবের সংকট দু🐓র করেছেন 💮বিভিন্ন পদে কাজ করে। প্রয়াত সভাপতি সুলতান আহমেদের সঙ্গে দলকে চালাতেন হৃদয় দিয়ে। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে। আজ সুলতান আহমেদ বেঁচে থাকলে হয়ত সব থেকে খুশি হতেন তিনি।
সমর্থকদের আশ্বস্ত করে কামারুদ্দিন বললেন, ‘আমাদের বিনিয়োগ সংস্থা তৈরি আছে। সমর্থকদের চিন্তা করার কোনও কারণ নেই। এতদুর এসেছি সবই হবে’। এদিকে ফুটবলাররা কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে যাবে। তাঁর আগে আগামী সপ্তাহের মধ্যে ক্লাবের তরফে ইদ মিলানের অনুষ্ঠানেই ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে আইলিগজয়ী সমস্ত ফুটবলার, কোচিং স্টাফরা উপস্থিত থাকতে চলেছে💯ন।
আরেক কর্তা তথা কার্যকরি সমিতির সদস্য বেলাল খানও বলছেন,' ক্লাবের সবাই চেষ্টা করছে আরও বিনিয়োগ পেতে। বাঙ্কারহিলও আছে, ওরাও চেষ্টা চ💃ালাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে। উনি আমাদের যোগাযোগ করে দিয়েছিল লুলু গ্রুপের সঙ্গে। দিদি আমাদের বলেছিলেন আইএসএলে উঠলে সব ব্যবস্থা করে দেবেন। তাই সমর্থকদের চিন্তা করার কোনও কারণ নেই। স্পনসর পেতে আমাদের কোনও সমস্যাই হবে না। এতদিন আইএসএলে ওঠাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। এবার ভালো দল তৈরি করায় মনোনিবেশ করা হবে'।
আরও পড়ুন-কম টাকার জন্যই কি আইপিএল থেকে সরে দাঁড়ালেন হাসা🐓রাঙ্গা?
প্রসঙ্গত, আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহম🎀েডান ক্লাবকে শুভেচ্ছা জানান। এছা়ড়া ইস্টবেঙ্গল ক্লাবকেও অতীতে দুবার স্পনসর খুজে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে মহমেডান ক্লাবেরও মুশকিল আসান হবেন তিনি, এই আশায় সমর্থকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।