মাত্র কয়েক বছরেই অভিনয়ের দক্ষতায় দর্শকদের নজরে পড়েছেন অনুজয় চট্টোপাধ্যায়। সিরিজ থেকে সিনেমায় তাঁর সাবলীল অভিনয💧়ে মুগ্ধ দর্শকরা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে তালমার রোমিও জুলিয়েট সিরিজে। ইন্ডাস্ট্রিতে আসা থেকে শুরু করে এই সিরিজের চরিত্র, আদর🎉্শ নিয়ে কী বললেন অভিনেতা?
জি ফাইভের কৃষানু কৃষানু সিরিজের মাধ্যমে টলিউডে অভিষেক হয় অনুজয় চট্টোপাধ্যায়ের। যদিও তাঁকে জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের চিক ফিক সিরিজে প্রথমবার মুখ্য পুরুষ চরিতে দেখা যায়। এরপর যাহা বলিব সত্য বলিব এবং লজ্জা সিরিজ দুটো তাঁকে খ্যাতি এনে দেয়। বিশেষভাবে নজর কাড়েন তিনি। তাঁর কেরিয়ার প্রসঙ্গে এদিন কথা বলতে গিয়ে অভিনেতা OTT প্লেকে জানান, 'দোস্তজি ছবিটির পর থেকে ইন্ডাস্ট্রি আমায় লক্ষ্য করতে শ🥀ুরু করে। কিন্তু হইচইয়ের লজ্জা আমায় একটা বিরাট সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে দেয়। যে ꧅মানুষদের আমি চিনতাম না পর্যন্ত তাঁদের থেকেও প্রশংসা পেতে শুরু করি। আমার মা যিনি কিনা এই ইন্ডাস্ট্রির অংশ, তিনি আমার চরিত্রটির প্রতি ঘেন্না প্রকাশ করেন। তখন আমি বুঝি যে আমি চরিত্রটা ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।'
অভিনেতা নয়, ক্রিকেটার হতে চেয়েছিলেন অনুজয়
তবে যতই অভিনয় দিয়ে দর্শকদের মন কাড়ুন না কেন তিনি মোটেই অভিনেতা হতে চাননি। বরং ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই প্রসঙ্গে বলেন, 'আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম। আমার মামা অশোক মজুমদার, যি🐎নি একজন থিয়েটার কর্মী, অভিনেতা উনি প্রথম আমার মধ্যে একজন অভিনেতাকে দেখতে পান। আমায় সোহাগ সেনের কাছে অভিনয় শিখতে পাঠান। উনিই আমার গুরু।'
তালমার রোমিও জুলিয়েট সিরিজে অনুজয়ের চরিত্র এবং অনির্বাণের সঙ্গে কাজের অভিজ্ঞতা
তালমার রোমিও জুলিয়েট সিরিজে অনুজয় চট্টোপাধ্যায়কে সোমনাথের চরিত্রে দেখা গিয়েছে। এই চরিত্রটি শেক্সপিয়রের লিখে যাওয়া রোমিওর তুতো ভাইয়ের অনুকরণে তৈরি করা হয়েছে। ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিরিজের পর আবার এখানে তিনি অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কাজ করলেন। সেই অ🎉ভিজ্ঞতা সম্পর্কে বলেন, 'যখন নাটক করতাম সেই সময় থেকেই অনির্বাণ দা আদর্শ। ওঁর নাটক দেখতে যেতাম, বারবার। বাংলা থিয়েটারের সবথেকে বড় গ্ল্যামার কোশেন্ট উনি আমার কাছে।'
আরও পড়ুন: 'দিন রাত এক করে…', কেবল গানের লিরিক্স 🎶নয়, পুষ্পা ২ বাংল♔া ভার্সনের স্ক্রিপ্ট লিখেছেন শ্রীজাত!
ইরফান খানকে নিয়ে কী বললেন?
আগামী ১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুজয় বলেন তিনি সফরটার অভিজ্ঞতা নিতে চান, গন্তব্যে পৌঁছানোর থেকে। তাঁর কথায়, ' আমি ইরফান খানের ভক্ত। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ওঁর রিল দেখিꦚ। প্রতি রাতে ভাবি উনি অভিনয়ের জগতে যে মাইলস্টোন তৈরি করে গিয়েছে সেটার একদম নিচু স্তরে পৌঁছতে গেলেও আমায় আরও কতটা কী করতে হবে। ছোটবܫেলায় খ্যাতির পিছনে ছুটতাম। কিন্তু থিয়েটার আমায় অন্য ভাবে দেখতে শিখিয়েছে।'