ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হারতে হলেও পরবর্তী ৫ ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় ইংল্যান্ড। টি-২০ সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়। দল টি-২০ সিরিজ জিতলেও দুই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্না করার কথা জানিয়ে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট𓆏 বোর্ড।
সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের দীর্ঘদিনের দুই কোচিং স্টাফ কার্ল হপকিনসন ও রিচার্ড ডসন ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষেই দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়ে দেওয়া হয় ইসিবির তরফে। ব্রেন্ডন ম্যাকালাম তিন ফর্ম্যাটেই ই🐼ংল্যান্ড কোচের দায়িত্ব নেওয়ার পরেই সাপোর্ট স্টাফের টিমে আমূল বদলের সিদ্ধান্ত নেয় ইংল্য🌌ান্ড বোর্ড।
হরপিনসন ও ডসন, উভয়েই আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইংল্যান্ড দলের ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২২ টি-২০ বিশ্বকাপ জয়ের সঙ্গী ছিলেন হরকিনসন। টি-♊২০ বিশ্বকাপ জয়ের সময় ডসন ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন, তবে তিনি ওয়ান ডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের শরিক ছিলেন না।
এছাড়া কোচিং স্ཧটাফ হিসেবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে ২০২২ যুব বিশ্বকাপের ফাইনালে তোলেন ডসন ও হপকিনসন। ডসন ২০২২ টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সিনিয়র দলের কোচিং স্টাফ নিযুক্ত হন। হপকিনসন ২০১৮ সাল থেকে 🙈ইংল্যান্ডের সিনিয়র দলের সঙ্গে যুক্ত। যার অর্থ, প্রায় ৭ বছর জোস বাটলারদের সঙ্গে কাজ করেছেন হপকিনসন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্ꦗরথম ৩টি টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পরে ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে পরাজিত হয়। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে মাঠে নামে ইংল্যান্ড।
সেল্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জেতেন ইংল্যান্ড দলনায়ক জোস বাটলার। তিনি ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করার 🥂আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে।
এভিন লুইসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শাই হোপ। জোফ্রা আর্চারের প্রথম ওভারে ৬ রান ওঠে। জন টার্নারের দ্বিতীয় ওভারেও ওঠে ৬ রান। আর্চার তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে ১১ রান খরচ করেন। জেমি ওভার্টনের চতুর্থ ওভারে ওঠে মাত্র ৫ রান। টার্নার পঞ্চম ওভারে বল করতে এ✨সে ১৬ রান খরচ করেন।
ওয়েস্ট ইন্ডিজ ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে। তার পরেই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। ইংল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ জেতে। মোট ৯টি উইকেট নিয়ে সিরিজꦬের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সাকিব মাহমুদ।