ফিক্সিং ইস্যুতে এবার নড়ে চড়ে বসল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসেয়িশন। ঘরোয়া লিগে টালিগঞ্জ অগ্রগামী, পিয়ারলেস এবং উয়াড়👍ির ম্যাচে গড়াপেটাꦑর গন্ধ পাওয়া গেছিল গতবছর। এরপর বিষয়টি পুলিশের কোর্টে ঠেলেছিলেন আইএফএ কর্তারা। কিন্তু সম্প্রতি অ্যান্টি ম্যাচ ফিক্সিং এজেন্সি‘স্পোর্টস রাডারের’ রিপোর্টে শুরু হয়েছে বিতর্ক।
এআইএফএফকে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত যে রিপোর্ট জমা দিয়েছে এই এজেন্সি, তাতে আর বসে থাকতে পারেনি ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এআইএফএফ। সরাসরি সেই বিশাল রিপোর্ট আইএফএর কাছে বিষয়টি নিয়ে আলোচনার জন্য পাঠিয়ে দেয় ফেডারেশন। গুরুত্ব সহকারে যাতে বিষয়টি দেখা হয়, তাও আইএফএকে স্পষ্ট ভাষায় জানায় ফেডারেশন।♔ তারপরই নড়েচড়ে বসল আইএফএ। যতদিন না পুলিশ রিপোর্ট দিচ্ছে ততদিন টালিগঞ্জ এবং উয়াড়ি, দুই দলকে সাময়িক নির্বাসিত করা হয়েছে।
পুলিশের কাছে এর আগে তদন্তের জন্য আর্জি জানানো হলেও এখনও পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। কিন্তু যতদিন তদন্ত চলবে ততদিন দুই ক্লাব মাঠে নামতে পারবে না, এটাও কি হয়? তাই আইএফএর তরফেও পুলিশের কাছে দ্রুত তদন্ত শেষ করার জন্য আবেদন জানানো হচ্ছে। এই নিয়েই গভার্নিং বডির বৈঠকে বাদানুবাꦇদে জড়িয়ে পড়েন আইএফএ চেয়ারম্যান সুব্র💧ত দত্ত এবং সচিব অনির্বাণ দত্ত।
টালিগঞ্জ বা উয়াড়ি, সরাসরি🐓 কোনও দলের পক্ষে না দাড়ালেও দুই ক্লাবের অনির্দিষ্টকালের জন্য নির্বাসনের বিরোধী আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। তার মতে, পুলিশের যদি তদন্ত শেষ করতে পাঁচ বছর সময় লাগে, সেক্ষেত্রে কি দুটি দল অতদিন ফুটবল খেলা থেকে বঞ্চিত হবে। আর যদি তদন্ত শেষে ফিক্সিংয়ের প্রমাণ না পাওয়া যায়, দুই দল যদি নির্দোষ প্রমাণিত হয়, তখন তার দায় কে নেবে?
এরই🔥 পাল্টা আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাধ্য হয়েই অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাদের নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন অভিযোগ পেলে পুলিশ আগে গ্রেফতার করে। অভিযোগ প্রমাণিত না হলে ছেড়ে দেয়। সচিবের কথা শুনে বিরক্ত হয়েই আইএফএ চেয়ারম্যান সুবর্ত দত্ত বলেন, মানুষের সঙ্গে ক্লাবের কোনও মিল নেই। কারণ গ্রেফতার করা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় পড়ে যাতে প্রমাণ নষ্ট করতে না পারে। কিন্তু ফুটবলের সংবিধান অন্🍌য কথা বলে। অভিযোগ প্রমাণ হলে আজীবন শাস্তি দেওয়াও যেতে পারে। কিন্তু এখন থেকেই কেন?
সুব্রত দত্ত-র সুরেই সুর মিলিয়েছেন টালিগঞ্জের কর্তা শুভঙ্কর ঘোষ। তার বক🅷্তব্য, এক বছরের আগের ঘটনা এখনও তদন্ত শেষ হল না। অথচ তার দল অনির্দিষ্ট সময়ের জন্য নির্বাসিত থাকবে। এত পুরোনো দল এমন কোনও ঘটনা ঘটাতে পারে না। কোনও ফুটবলার দোষ করে থাকলে দল কেন শাস্তি পাবে, এই প্রশ্ন তোলেন টালিগঞ্জ কর্তা। যদিও দুই ক্লাবের তরফে এখনও শাস্তির বিরুদ্ধে আবেদন করা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।