মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার মঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর 'ঘনিষ্ঠ' হিসাবে পরিচিত আদানি শিল্প গোষ্ঠীকে নিশানা করলেন শিব সেনা (ইউবিটি) প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্📖ত্রী উদ্ধব ঠাকরে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, মহারাষ্ট্রে💙র মাটিতে 'মোদী কি গ্যারান্টি' (মোদীর গ্যারান্টি) কোনও কাজ করবে না। তাই তাঁকেও এবার বালাসাহেব ঠাকরের নাম করেই মারাঠার জনতার কাছে ভোট ভ♏িক্ষা করতে হচ্ছে।
উদ্ধবের আরও অভিযোগ, মহারাষ্ট্রের বিদায়ী রাজ্য সরকার - 🐠মহাযুতি সরকার - আদতে মারাঠাভূমে 'আদানি কি সুলতানি' (আদানির সাম্রাজ্য) কায়েম করতে চাইছে।
শিব সেনা (ইউবিটি) প্রধানের বক্তব্য, মোদী সরকারের নীতি আয়োগ 'মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন' (এমএমআর)-এর সামগ্রিক অর্থনৈতিক পটপরিবর্তন করার নীল নকশা তৈরি করেছে। যা আসলে মহাযুতি শিবিরের একটি ঢাল বলে মনে করছেন উদ্ধব। কারণ তাঁর মতে, বর্তমান সরকার বুജঝতে গিয়েছে, বাণিজ্য নগরীর আস্থা তারা হারিয়েছে। সেই কারণেই এই নয়া পরিকল্পনা করা হয়ে🍎ছে।
উদ্ধবের দাবি, মুম্বই শহরাঞ্চলকে আর্💮থিকভাবে আরও উন্নত করার দোহাই দিয়ে আদতে বিএমসি (বৃহন্মুম্বই পুরনিগম)-এর ক্ষমতায় কাটছাঁট করার ষড়যন্ত্র চলছে। যার জেরে এত দিন ধরে মুম্বই 'ܫভারতের বাণিজ্য নগরী' হিসাবে যে স্বীকৃতি পেয়ে এসেছে, তা রক্ষা করাই দুষ্কর হয়ে যাবে।
তিনি আরও বলেন, বিএমসি-র স্বায়ত্ত শাসনের ক্ষমতা খর্ব করার অপচেষ্টা করা হলে, তা তিনি অবশ্যই রুখবেন। ত༒ার জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্টি আর্থিক পরিকল্পনা রূপায়নের দায়িඣত্বে থাকা সংস্থা এমএমআরডিএ এবং 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম'-এর মধ্যে স্বাক্ষরিত মউ তিনি বাতিল করবেন।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সোমবার (১৮ নভেম্বর, ২০২৪) বিকেল ৫টা পর্যন্তই প্রচার করার সময় হাতে 𓆏রয়েছে রাজনৈতিক দলগুলির কাছে। তার আগে বিকেসি-র পাঠক ময়দানে এমভিএ প্রার্থীদের সমর্থনে এক বিরাট জনসভা করেন উদ্ধব।
সেই জনসভার মঞ্চ থেকেই উপরোক্ত বিষয়গুলি নিয়ে মন্তব্য করেন উদ্ধব ঠাকরে। এই সভা মঞ্চে কংগ্রেস𝓀 শহর শাখার সভানেত্রী বর্ষা গায়কোয়াড়-সহ এমভিএ-র অন্যান্য শরিকদলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তাঁদের সকলের উপস্থিতিতেই 🍒উদ্ধব বার্তা দেন, যদি এমভিএ সরকার ক্ষমতায় ফেরে, তাহলে মহারাষ্ট্রের স্বার্থে বর্তমান রাজ্য সরকারের আদানিপন্থী সমস্ত সিদ্ধান্ত 𒆙বাতিল করবেন তিনি।
উদ্ধব এই প্রসঙ্গে বলেন, আগামী ২৩ নভেম্বর (নির্বাচনের ফল ঘোষণার দিন) মহারাষ্ট্রের মাটিতে যদি মহাযুতি জোট জয়লাভ 💎করে, তাহলে গুজরাতে আতসবাজি পোড়ানো হবে। কিন্তু, এমভিএ জিতলে, সেই সরকার মহারাষ্ট্রের মানুষের স্বার্থে কাজ করবে।
উদ্ধবের কথায়, 'এমভিএ মন্ত্রিসভার 💛প্রথম বৈঠকেই আদানিকে দেওয়া সমস্ত কাজের বরাত ফেরত নিয়ে নেওয়া হবে। ধারাবিতে ধারাবিকর্ষ পুনরায় বহাল করা হবে।'