ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া বেশ কিছু ভুল ভ্রান্তি করেছেন। তবে ২টি ম্যাচে ভারত🥂কে ক্যাপ্টেনের ২টি বড় ভুলের মাশুল দিতে হয়েছে বলে মনে করছেন পার্থিব প্যাটেল।
যদিও তার পরেও ক্যাপ্টেন পান্ডিয়ার প্রতি আস্থা রাখছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। হার্দিকের মধ্যে সফল অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে বলে মত পার্থিবের। বরং ভারত༺ের💛 টি-২০ কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে মানানসই মনে হচ্ছে না প্যাটেলের। হার্দিকের ভুলের জন্য তিনি কোচের উদাসীনতাকেও কাঠগড়ায় তুলছেন।
পার্থিবের স্পষ্ট মত, গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হি🌜সেবে হার্দিককে বেশি প্রভাবশালী মনে হয় কোচ নেহরার সমর্থনের জন্য। জাতীয় দলে কোচ দ্রাবিড়ের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পান না পান্ডিয়া, এমনটাই ধারণা প্রাক্তন উইকেটকিপারের।
ক্রিকবাজের আলোচনায় পার্থিব ২টি ম্যাচে হার্দিকের ২টি ভুলের কথা উল্লেখ করেন। প্রথম ম্যাচে নিকোলাস পুরান ব্যাট করতে আসার পরে অক্ষর প্যাটেলকে বল কর♊তে পাঠানো পান্ডিয়ার ভুল সিদ্ধান্ত বলে মনে হয়েছে তাঁর। দ্বিতীয় ম্যাচে চাহালকে দিয়ে ইনিংসের ১৮-১৯ ওভারে বল না করিয়ে তাঁকে শেষ ওভারের জন্য বাঁচিয়ে রাখার সিদ্ধান্তও সঠিক ছিল না বলে দাবি পার্থিবের। ভালো বল করা সত্ত্বেও চাহালের ১ ওভার কাজে লাগাতে পারেনি ভারত। ম্য়াচ হেরে যার মাশুল দিতে হয় টিম ইন্ডিয়াকে।
পার্থিব বলেন, ‘অন্তত ২টি ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে বড় ভুল দেখা গিয়েছে। প্রথম ম্যাচে নিকোলাস পুরান ব্যাট করতে আসা মাত্রই অক্ষর প্যাটেলকে বল করতে পাঠানো ঠিক হয়নি। এবার দ্বিতীয় ম্যাচে চাহালকে ব্যবহার করল না। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হিসেবে বেশি সফল কারণ ও কোচ নেহরার কাছ থেকে পূর্ণ সমর্থন পায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটা ওর দরকার। তবে টি-২০ ফর্ম্যাটে কোচকে যতটা তৎপর হতে হয়, রাহুল দ্রাবিড় ততটা সক্রিয় নন। আমার মতে টি-২০ ক্রিকেটে কোচের আরও সক্রিয়🐎 হওয়া দরকার। হার্দিকের মধ্যে ক্যাপ্টেন্সির সব গুণ রয়েছে, তবে বাইরে থেকে ওর সমর্থন দরকার হয়।’
পার্থিব আরও বলেন, ‘টি-২০ এমন একটা ফর্ম্যাট, যেখানে এক মু🧸হূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। একটা সিদ্ধান্ত ওধার-ওধার হলেই ম꧂্যাচের রং বদলে যায়। এক্ষেত্রে যেমন চাহালকে চার ওভার বল না করানোর সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।