গত শুক্রবার থেকে দেশের মাটিতে অস্ট♌্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারতীয় মহিলা দল। অবশ্য প্রথম ম্যাচে অজিদের কাছে হোঁচট খায় হরমনপ্রীত কউরের দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। সুপার ওভারে অজিদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা। অবশ্য সুপার সানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধনার ৪৯ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় ভারতকে। কিন্তু শেষ পর্যন্ত টাই করে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
তবে দুর্দান্ত ব্যাটিং করেন রিচা ঘোষ। ম্যাচে ১৩ বলে তিনটি ওভার𒁃 বাউন্ডারির সৌজন্যে ২৬ রান করেন বঙ্গসন্তান। পরে সুপার ওভারে একটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। ভারতের এই জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেন তিনি। তাই ম্যাচ শেষে রিচার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক হরমনপ্রীত। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, 'গত ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমাদে🌺র তো টার্গেটই ছিল বড় রান করা। যদিও আমরা টসে হেরে যাই এবং অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করে। সেই মুহূর্তে পরিকল্পনার কিছু বদল ঘটাই। যেহেতু অস্ট্রেলিয়া ১৭০ রানের উপর তুলেছিল। তখন থেকেই আমরা চেয়েছিলাম, বল নষ্ট না করে রান করে যেতে। স্মৃতি দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রিচা। ওর ১৩ বলে ২৬ রানের ইনিংসটি না হলে এই ম্যাচ জেতা সম্ভব ছিল না।'
ভারত অধিনায়ক আরও বলেছেন, 'আমি ধন্যবাদ জানাতে চাই কোচ এবং নির্বাচকদের, যাঁরা রিচাদের তুল𓆏ে এনেছেন। রিচা ভারতীয় দলের সম্পদ। প্রথম দিন যখন ভারতীয় দলে ও সুযোগ পেয়েছিল সেদিন থেকে ওকে চিনি। শুরুতে কতটা সংগ্রাম করেছে সেটা আমি একমাত্র জানি। এমনও হয়েছে, পরপর অনেক ম্যাচ রান𓃲 পায়নি। কিন্তু কোচ, সাপোর্ট স্টাফ যারা রয়েছে তারা প্রত্যেকেই ওর পাশে ছিল। এবং ওকে জাতীয় দলে খেলার সুযোগ দিয়ে গিয়েছে। তাই আজ ও এমন ইনিংস আমাদের উপহার দিতে পারল। ওর পাশে থাকার জন্য কোচ এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই।'
প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচের জয়। হাতে এখনও তিনটি ম্যাচ রয়েছে। আর এই তিনটি ম্যাচে জিততে চান হরমনপ্রীত। তিনি বলেন, 'প্রথম ম্যাচে হারলেও আমরা সেই ম্যাচ থেꦕকে অনেক শিক্ষা নিয়েছি। এবার আমরা ঘুরে দাঁড়িয়েছি।✅ শেষ তিনটি ম্যাচেও আমরা জিতব এবং সিরিজ আমাদের থাকবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।