আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশ নেন। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে মাঠে নামার এই সুযোগ তরুণ ভারতীয় ক্রিকেটারদের পরিণত হয়ে উঠতে সাহায্য করে। তবে আইপিএল 🔯বা টি-২০ ক্রিকেটেই নজর সীমাবদ্ধ রাখা উচিত নয়। গুরুত্ব দেওয়া উচিত টেস্ট ক্রিকেটকে। কারণ, টেস্ট ক্রিকেট হল প্রকৃত শিল্প। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে আয়াজ মেমনের সঙ্গে আলোচনায় এমনটাই জানালেন কিংবদন্তি কপিল দেব।
কপিল বলেন, ‘ক্রিকেট অনেক বদলে গিয়েছে। সারা বিশ্বের ক্রিকেটাররা এখন আইপিএল, বিবিএলের মতো টুর্নামেন্ট খেলতে চায়। আমি অত্যন্ত ইতিবাচক মানুষ। আমি বলব যে, আইপিএল আমাদের শক্তি জুগিয়েছে। যেম🦄নটা কাউন্টি ক্রিকেট করে থাকে। সব ক্রিকেটাররা ওখানে (ইংল্যান্ডে) খেলতে অভ্যস্থ ছিল। এখন আইপিএল সেই কাজটা করে থাকে। সবাই এখন ভারতে এসে খেলতে চায়।’
কপিল অব💮শ্য চান না যে, আইপিএল বা টি-২০ ক্রিকেটের জন্য গুরুত্ব হারাক ট👍েস্ট ক্রিকেট। টি-২০'র কিছু নেতিবাচক দিকের মধ্যে টেস্টের প্রতি ক্রিকেটারদের বিমুখ হওয়াকে ইঙ্গিত করেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
কপিল দেব বলেন, ‘শুধুমাত্র টি-২০ ক্রিকেট বা আইপিএল নিয়ে ভাবা উচিত নয়। ফার্স্ট ক্লাস ক্রিকেট, টেস্ট এবং ওয়ান ডে’র দিকেও তাকাতജে হবে। অর্থ উপাজর্নের প্রসঙ্গ অবশ্যই মাথায় থাকবে। তবে আমাদের ঐতিহ্যের কথা ভোলা উচিত নয়। টেনিসেরই উদাহরণ দেওয়া যাক। এখনও ঐতিহ্যের কথা ভেবেই উইম্বলডন খেলা হয়ে ঘাসের কোর্টে। শিল্পটার দিকে তাকাও। কীভাবে দ্রাবিড় ও গাভাসকর নিজেদের ইনিংস গড়ে তুলত। আমি ছক্কা দেখতে পছন্দ করি। আমি কখনও ভাবতেই পারি না, যেভাবে এখনকার দিনে ক্যাচ ধরা হয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।