মঙ্গলবার রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১৫৫ বলে ১২৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন সরফরাজ খ🐓ান। মুম্বইয়ের তারকা ক্রিকেটার এই সেঞ্চুরির মাধ্যমেই যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁকে না রাখার জবাব দেন জাতীয় নির্বাচকদের।💜
চলতি রঞ্জি ট্রফি মরশুমে তিনি বর্তমানে নবম সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম্যাচে ১১১.২০ গড়ে ৫৫৬ রান সংগ্রহ করেছেন। তাঁর নামে তিনটি শতরান꧙ এবং একটি অর্ধশতরান রয়েছে। এর আগে, রঞ্জি ট্রফি ২০২১-২২ মরশুমে তিনি চারটি সেঞ্চুরি এবং দু'টি হাফ সেঞ্চুরি করܫেছিলেন। সেই সঙ্গে ১২২.৭৫-এর অবিশ্বাস্য গড়ে ছ'টি ম্যাচে ৯৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।
আরও পড়ুন: ক্যারিয়ারের সেরা ꦿরেটিং নিয়ে তিনে উঠলেন সিরাজ, বড় লাফ কোহলিরও
দুরন্ত পারফরম্যান্সের পরেও ২৫ বছরের তারকাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের 𒅌জন্য নির্বাচিত করা হয়নি। গত সপ্তাহে বিসিসিআই অজিদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য꧙ দল ঘোষণা করে। এবং সরফরাজকে সুযোগ না দিয়ে সূর্যকুমার যাদবকে টেস্ট দলে জায়গা দেয়।
দলে সুযোগ না পাওয়ায় চূড়ান্ত হতাশ হয়ে পড়েন সরফরাজ। তিনি ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন। সেখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর পরিসংখ্যান তুলে ধরেন সরফরাজ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তাঁর গড় ৮০.৪৭। এই পরিসংখ্যানে ডন ব্র্যাডম্যানের পরেই রয়েছেন সরফরাজ। অন্তত ৫০টি ইনিংস খেলার পরেই এই পরিসংখ্যান ধরা হয়েছে। মঙ্গলবার স্পোর্টস তককে দেওয়া একটি সাক্ষাৎকারে সরফরাজ বলেছেন, ব্র্যাডম্যানের সঙ্গে তাঁর♌ এই তুলনায় তিনি গর্বিত।
আরও পড়ুন♏: ১০২০ দিন কোহলির শতরানের খরার জন্য বিয়ে করেননি🙈, অবশেষে সানাই বাজল বিরাট ভক্তের
তাঁর দাবি, ‘আমি খুব খুশি। স্যারের (ডন ব্র্যাডম্যান) সঙ্গে তুলনা তো চলেই না। কিন্তু ওঁর রেকর্ডের ধারেকাছে থাকার জন্য আমি খুশি। তবে রেকর্ডের আর কী আছে। ক🎉খনও ভাঙে, কখনও গড়ে। কখনও কখনও গড় ভালো থাকে। আবার সেটা পড়েও যায়। আমি যেটা কর🤪ার চেষ্টা করছি, সেটা হল যত দিন পারি, আমি আমার ভালো পারফরম্যান্স চালিয়ে যেতে চাই।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমার জীবনে আলাদা কোনও লক্ষ্য নেই... আমার লক্ষ্য প্রতিটি ম্যাচে রান করা এবং♏ আমি মাঠে যা অনুশীলন করি, সে✤টার বাস্তবায়ন করা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।