গত বছরের শেষের দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন ভারতীয় পুরুষ দলের ক্রিকেটার ঋষভ পন্ত। ভারতীয় দলের এই নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার গুরুতর চোট পান। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। শুধু লিগামেন্টেই নয়, শরীরের একাধিক জায়গা চোট লাগে♏ পন্তের। দেরাদুনের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। সেখান থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয় পন্তকে। ভারতীয় ক্রিকেট বোর্ড লিগামেন্ট চিকিৎসার দায়িত্ব নেয়।
চোট এতটাই গুরুতর যে, সকলে মনে করছেন এই মরশুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটাতে হতে পারে তাঁকে। এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভারতীয় দলে তার থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু তা একেবারেই মনে করছেন না জাতীয় দলের ও𒆙পেনার শিখর ধাওয়ান। একসময় ভারতীয় দলের নিয়মিত সদস্য হলেও এখন তিনি বাইরে রয়েছেন। এমন অবস্থায় এই ভারতীয় ওপেনার বলেন, ‘আমি ঋষভের সঙ্গে ফোনে কথা বলেছি। সে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। নিজেও ভালো অনুভব করছে। আগামী সাত-আট মাসের মধ্যে ঋষভ সম্পূর্ণ ফিট হয়ে যেতে পারবে বলে মনে করছি।’
গাড়ি দুর্ঘটনার অনেক আগেই ধাওয়ান ঋষভকে তাঁর গাড়ি চালানো নিয়ে সতর্ক করেন। ঋষভের গাড়ি দুর্ঘটনার পর ধাওয়ান ও তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায় ধাওয়ান ঋষভকে বলছেন, ‘গাড়ি চালালে তা ধীরে সুস্থে চালিও।’ তবে ভিডিওটি অনেকদিনের। সঠিক সময় জানা না গেলেও মনে করা হয় ২০১৯ সালে আইপিএলে দিল্লি ক্♛যাপিটালসের হয়ে খেꦍলার সময়ের ভিডিয়ো সেটি।
অন্যদিকে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও ঋষভের তাড়াতাড়ি সুস্থতার কামনা করেছেন। তবে তিন⛦ি অভিমানের সুরে বলেছেন, ঋষভ সুস্থ হওয়ার পর তাঁকে চড় মারবেন। কারণ ঋষভ তরুণ ক্রিকেটার। তাঁর সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে এবং তাঁর এই গাড়ি দুর্ঘটনার ফলে ভারতীয় দলকে অনেক সমীকরণ বদল করতে হয়েছে।
বিশেষ করে সামনেই ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে পন্তের এইভাবে দুর্ঘটনার জন্য ছিটকে যাওয়া স্বাভাবিক♎ ভাবেই চিন্তায় ফেলেছে ভারতকে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নিলেও টিম ইন্ডিয়া যে সমস্যার মধ্যে পড়তে চলেছে, তা বলা❀র অপেক্ষা রাখে না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।