শুভব্রত মুখার্জি
সুইডেনের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হেনরিক লারসেন। জাতীয় দলের জার্সি🐻তে দেশকে এনে দিয়েছেন একাধিক সদস্য। সেই লারসেনকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। একদা বার্সেলোনার সহকারী কোচ সুইডেনের জার্সিতেই বেশি নজর কেড়েছেন।
১৯৯৪ বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে সারা বিশ্বের ফ𓂃ুটবল মানচিত্রে একটা আলাদা জায়গা করে দিয়েছিলেন। নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন লারসেন। সেল্টিক সমর্থকদের কাছে ‘রাজাধিরাজ’ তকমা পেয়েছিলেন লারসেন। ক্লাবের হয়ে দাপটের সাথে খেলেছেন। প্রায় ৮ বছর লারসেন জাতীয় দলে খেলেছেন জ্লাটান ইব্রাহিমোভিচেক সঙ্গে।
এ বার ২০২০ সালের ইউরো কাপকে সামনে রেখে অবসর ভেঙে ফিরেছিলেন জ্লাটাജন ইব্রাহিমোভিচ। কিন্তু হাঁটুর চোটের কারণে আসন্ন ইউরোতে সুইডেনের ঘোষণা করা দলে জায়গা পাননি এসি মিলান তারক🌌া। তাঁর জায়গায় সুইডেনের ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী স্পাতার্ক মস্কোর ফরোয়ার্ড জর্ডন লারসেন। নাম শুনেই হয়ত আন্দাজ করতে পেরেছেন তিনি হলেন সুইডিশ কিংবদন্তি হেনরিক লারসেনের ছেলে। উল্লেখ্য গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে অবসর ভেঙে সুইডেন দলে ফেরেন ইব্রা। ২০১৬ ইউরো খেলার পর অবসর নিয়েছিলেন তিনি। ১৪ জুন সেভিয়ায় স্পেনের মুখোমুখি হয়ে এবারের ইউরো শুরু করবে সুইডেন।
একনজরে ইউরোয় সুইডেনের স্কোয়াড :-
গোলরক্ষক:
রবিন ওলসেন, কার্ল-ইয়োহান ইয়নসন, ক্রিস্টোফার নর্দফেল্✱ট।
ডিফেন্ডার:
লুডভিগ অগুস্টিনসন,♉ আন্দ্রেয়া গ্রাঙ্কভিস্ট, ভিক্টর লিন্ডেলফ, ফিলিপ হেলেন্ডার, এমিল ক্রাফথ, মিকাইল লুসটিগ, পন্টাস ইয়ানেসন, মার্কাস দানিয়েলসন, মার্টিন ওলসন।
মিডফিল্ডার:
ইয়েন্স কাইয়ুস্তে, গুস্🃏তাভ সভেনসন, ভিক্টর ক্লাসন, আলবিন একডাল, এমিল ফোর্সবার্গ, সেবাস্তিয়ান লারসন, ক্রিস্টোফার ওলসন, কেন 🦩সেমা, ম্যাতিয়াস সভেনবার্গ।
ফরোয়ার্ড:
মার্কাস বার🐷্গ, দেয়ান কুলুসেফস্কি, রবিন কুয়াইসন, আলেক্সান্দার ইসাক, জর্ডন লারসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।