শুভব্রত মুখার্জি
আমেদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিন রাতের গোলাপি টেস্টে মুখোমুখি হয়ে𓆉ছিল ভারত ও ইংল্যান্ড। সেই গোলাপি মহারণে আশা জাগিয়েও টেস্ট ম্যাচ পুরো পাঁচদিন গড়ায়নি। মোতেরায় দু’দিনে বা বলা ভাল মাত্র দেড়দিনে শেষ হয়ে গিয়েছিল ভারত-ইংল্যান্ড দিন রাতের টেস্ট। বিতর্ক দানা বেধেছিল নবনির্মিত স্টেডিয়ামের নতুন পিচ নিয়ে।
মাইকেল ভন, মার্ক ওয়াদের কটূক্তি থেকে ব্যঙ্গ, কোনও কিছুই বাদ যায়নি পিচ এবং ভারতীয় দলকে নিয়ে। তবে কটাক্ষকারীদ♉ের একহাত নিয়ে সেই উইকেটে কোনও খুত খুঁজে পেল না আইসিসি।
আইসিসি তাদের অফিসিয়াল রিജপোর্টে জানিয়েছে, গড়পরতা উইকেট হয়েছিল নতুন স্টেডিয়ামে। রবিবাসরীয় সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট সমর্থদের মুখে হাসি ফুটিয়ে রিপোর্ট দিল আইসিসি। মোতেরার দিন-রাতের টেস্টের বাইশগজকে রেটিং দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
গোলাপি টেস্ট ম্যাচের উইকেটকে ‘অ্যাভারেজ’ বলল আইসিসি। মোতেরায় ভারত-ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের উইকেট গড়পরতা বললেও সিরিজের শেষ টেস্টের উইকেটকে ভালো আখ্যা দিয়েছে♐ আইসিসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।