আইসিসি 💝সমস্ত নতুন টি-টোয়েন্টি লিগের জন্য প্রতি দলে চার বিদেশি প্লেয়ারকে খেলার অনুমতি দিয়েছেন। সেই বিদেশিরা বর্তমানে সক্রিয় ভাবে খেলুন বা অবসরপ্রাপ্ত হোন না কে꧙ন! পাশাপাশি তারা সাত জন স্থানীয় খেলোয়াড়কে দলে রাখার কথা বলেছেন। যার মধ্যে সহযোগী দেশগুলির খেলোয়াড়ও অন্তর্ভুক্ত হতে পারে।
আইসিসি-র এই সিদ্ধান্তটি প্রাথমিক ভাবে সংযুক্ত আরব আমিরশাহি-ভিত্তিক ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20), ইউএস-এর মেজর লিগ ক্রিকেট🅷 (MLC) এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির (GLT20) ক্ষেত্রে ছাড় পাবে। তবে পরে একই নিয়ম মানতে হবে সকলকেই। এই লিগগুলিতে প্লেয়িং ইলেভেনে চার জনেরও বেশি বিদেশি খেলোয়াড়কে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এখন থেকে কোনও বিদেশি ক্রিকেটারকে সই করালে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। যা সেই ক্রিকেটারের চুক্তির অঙ্কের অন্তত ১০ শতাংশ হবে।
আরও পড়ুন: ছেলে-মেয়ের ভেদাভেদ উঠে গেল, আইসিসি ইভেন্টে রোহিতদের সম🙈ান টাকা পাবেন হরমনরা
মঙ্গলবার যখন আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) প্রথম বৈঠক হয়েছিল, মূল ওয়ার্কিং গ্রুপের প্রস্তাবই ছিল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলিতে নূন্যতম চার জন করেই বিদেশি খেলানো হোক। বাকি দলে স্থানীয় খেলোয়াড়দের নেওয়া হোক। তবে পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা হয়, চার জন বিদেশি ছাড়াꦐও স🔯হযোগী দলগুলো থেকে প্লেয়ার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো।
আরও পড়ুন: পৃথ্বী ঝড়ের পর দক্ষিণাঞ্চলকে ম্যাচে ফে🍃রালেন PBKS বোলার, ব্যর্থ পূজারা, সূর্য, সরফরাজ
এই সিদ্ধান্তের পর ILT20 এবং MLC-এর আয়োজকেরা কিছুটা স্বস্তি পাবে। কারণ সংযুক্ত আরব আমিরশাহি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে প্রতি দলে নয় জন করে বিদেশি খেলোয়াড♛়কে রাখার অনুমতি দিয়েছে। ভারতীয় সময়ে শুক্রবার ভোর থেকে শুরু হতে চলা আমেরিকার মেজর লিগ ক্রিকেটে প্রতিটি স্কোয়াডে নয় জন করে এবং প্রতিটি দলের প্লেয়িং ইলেভেনে ছয় জন করে বিদেশি খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।
ক্রিকেট কানাডা যে গ্লোবাল টি𓆏-টোয়েন্টি করছে, যা এই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা, সেখানে পূর্ণ সদস্যের দেশগুলি থেকে টিমগুলি পাঁচ জন বিদেশি খেলোয়াড়কে একাদশে রাখতে পারে। তবে ন্যূনতম তিন জন স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি বাকি স্লটগুলি সহযোগী এবং আমেরিকার খেলোয়াড়দের সমন্বয়ে পূর্ণ করার অনুমতি দেওয়া হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।