এশিয়া🌼 কাপের দুরন্ত পারফর্ম্যান্সের সুবাগে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন বিরাট কোহলি। ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি-সহ ২৭৬ রান সংগ্রহ করার সুবাদে ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে আসেন তিনি। আপাতত কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকার ১৫ নম্বরে রয়েছেন।
এশিয়া কাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা ওয়ানিন্দু হাসারাঙ্গাও বিশ্বব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।🎀 তিনি বোলারদের তালিকার তিন ধাপ উঠে এসে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন। অল-রাউন্ডারদের তালিকায় সাত ধাপ উঠে এসে ৪ নম্বরে 🍌জায়গা করে নিয়েছেন সিংহলি তারকা।
আ♔ইসিরি টি-২০ ব্যাটসম্যান, বোলার ওও অল-রাউন্ডারদের তালিকার প্রথম দশে ভারতের একজন করে প্রতিনিধি রয়েছেন। সূর্যকুমার যাদব ব্যাটসম্যানদের তালিকার ৪ নম্বরে রয়েছেন। বোলারদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। অল-রাউন্ডারদের তালিকার ৭ নম্বরে অবস্থান করছেন হার্দিক পান্ডিয়া।
এই মুহূর্তে আইসিসির এক নম্বর টি-২০ ব🐎্যাটসম্যান হলেন পাকিস্তানের 🌺মহম্মদ রিজওয়ান। এক নম্বরে বোলার হলেন অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড ও এক নম্বর অল-রাউন্ডার হলেন বাংলাদেশের শাকিব আল হাসান।
আইসিসির সেরা ১০ টি-২০ ব্যাটসম্যান:-১. মহম্মদ রিজওয়ান: ৮১০ পয়েন্ট২. এডেন মার্করাম: ৭৯২ পয়েন্ট৩. বাবর আজম: ৭৭১ পয়েন্ট৪. সূর্যকুমার যাদব: ৭৫৫ পয়েন্ট৫. ডেভিড মালান: ৭৩১ পয়েন্ট৬. অ্যারন ফিঞ্চ: ৭১৬ পয়েন্ট৭. ডেভন কনওয়ে: ৬৮৩ পয়েন্ট৮. পাথুম নিশঙ্কা: ৬৭৭ পয়েন্ট৯. মহম্মদ ওয়াসিম: ৬৭১ পয়েন্ট১০. রীজা হেনড্রিক্স: ৬২৮ পয়েন্ট
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ভারতীয় ব্যাটসম্যান:-৪. সূর্যকুমার যাদব: ৭৫৫ পয়েন্ট১৪. রোহিত শর্মা: ৬০৬ পয়েন্ট১৫. বিরাট কোহলি: ৫৯৯ পয়েন্ট২২. ইশান কিষাণ: ৫৭৪ পয়েন্ট২৩. লোকেশ রাহুল: ৫৬৭ পয়েন্ট
আইসিসির সেরা ১০ টি-২০ বোলার:-১. জোস হ্যাজেলউড: ৭৯২ পয়েন্ট২. তারবাইজ শামসি: ৭১৬ পয়েন্ট৩. আদিল রশিদ: ৭০২ পয়েন্ট৪. অ্যাডাম জাম্পা: ৬৯৮ পয়েন্ট৫. রশিদ খান: ৬৯৬ পয়েন্ট৬. ওয়ানিন্দু হাসারাঙ্গা: ৬৯২ পয়েন্ট৭. ভুবনেশ্বর কুমার: ৬৮২ পয়েন্ট৮. মাহিশ থিকসানা: ৬৮০ পয়েন্ট৯. মুজিব উর রহমান: ৬৭৭ পয়েন্ট১০. আকিল হোসেন: ৬৬৫ পয়েন্ট
আরও পড়ুন:- ব্যাটের গ্রিপ সাফ🤡 করার ভিডিয়ো পোস্ট করে কেন ট্রোল হলেন তেন্ডুলকর?
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ভারতীয় বোলার:-৭. ভুবনেশ্বর কুমার: ৬৮২ পয়েন্ট২৭. যুজবেন্দ্র চাহাল: ৫৬৪ পয়েন্ট৩৩. হার্ষাল প্যাটেল: ৫২০ পয়েন্ট৪০. রবি বিষ্ণোই: ৪৯৭ পয়েন্ট৪১. রবিচন্দ্রন অশ্বিন: ৪৯৫ পয়েন্ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।