বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন মার্টিন গাপ্তিল। ওপেন করতে নেমে ৫৬ বলে ৯৩ রান করেন তিনি। তাঁর এই ইনিংসে ৭টি ছয় এবং ৬ট♐ি চার ছিল। এই রানের সৌজন্যে নিউজিল্যান্ড ১৭২ রানে পৌঁছে যায়। স্কটল্যান্ড অবশ্য লড়াই করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ভারতকে স্ব♚স্তি এনে দিতে পারল না স্কটল্যান্ড। ১৬ রানে হারতে হল তাদের।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিল স্কটল্যান্ড। আসলে এ বার বিশ্বকাপে পরে রান তাড়া করেই বেশির ভাগ ম্যাচে সাফল্য আসছে। এর মূল কারণ শিশির। যাই হোক এ দিন পরে ফিল্ডিং নিয়েও কোনও লাভ হল না স্কটল♛্যান্ডের। তবে তারা কিন্তু চেষ্টার কোনও ত্রুটি রাখেনি।
মূলত এ দিন গাপ্তিলই একা দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডকে ১৭২ রানের স্কোর গড়তে সাহায্য করেন। ৫ উইকেট হারিয়ে এই রান করে কিউয়িরা। এ ছাড়া ৩৭ বলে ৩৩ রান করেছেন গ্লেন ফিলিপস। এর বাইরে নিউজিল্যান্ডের আর কোনও ব্যাটসম্যানই ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেননি। গাপ্তিল যদি বিধ্বংসী মেজাজে এ দিন ৯৩ রান না করতেন, তবে কিন্তু চাপে পড়ে যেত কিউয়িরা। স্কটল্যান্ডের ব্র্যাড হোয়েল এবং সাফিয়ান শরিফ দু'টি করে উইকেট নিয়েছেন। মার্ক ওয়াট একটি উইকে♓ট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিজেদের মতো করেই লড়াই চালিয়েছিল স্কটল্যান্ড। ছয়ে ব্যাট করতে নেমে মাইকেল লিস্ক ২০ বলে ৪২ রা🦋নের অসাধারণ একটি ইনিংস খেলেন। কিন্তু তাঁর এই লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে স্কটল্যান্ড। দু'টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং ইশ সোধি। টিম সাউদি নিয়েছেন ১টি উইকেট। এ দিন স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নিজেদের সেমিফাইনালের রাস্তা চওড়া করল নিউজিল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।