পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ -এর প্রস্তুতির জন্য ব্রিসবেনে রয়েছে। যা আবার তাদের দলের মেন্টর ম্যাথু হেডের ঘরের মাঠ। পাকিস্তানি খে𒆙লোয়াড়রা তাদের অভিযান শুরুর আগে ক🌳ঠোর পরিশ্রম করছেন। এ সময় তাদের মজা করতেও দেখা গিয়েছে। তবে বারবার নিজের শিবিরের নানা ভিডিয়ো পোস্ট করে ক্রিকেট বিশ্বের নজরটানা চেষ্টা করছে পিসিবি। আর ২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের বোলারদের পারফরমেন্সকে বেশি করে তুলে ধরছে তারা। কখনও নাসিম, কখনও শাহিন সকলকে অনুশীলন করতে দেখান হচ্ছে এবং বোঝানো হচ্ছে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠছেন।
তেমনই একটি ভিডিয়োতে দলের মেন্টর 🔥ম্যাথু হেডেন বেশ সুন্দর কৌশলে সেই বিষয়টি তুলে ধরেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র পোস্ট করা একটি ভিডিয়োতে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে দলের মেন্টর ম্যাথু হেডেন টিমের বোলিং অনুশীলনকে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে পাকিস্তান দলের বোলাররা কতটা ভয়ঙ্কর। তিনি পেস বোলারদের সাক্ষাৎকারও নিয়েছেন। এরপরে অবশ্য বাবর আজম বা মহম্মদ রিজওয়ানদের ব্যাটিং অনুশীলন দেখাননি তিনি।
আরও পড়ুন… এখনই ভাবছি না সেমিফাইনালের কথা! হঠাৎ কেন এই কথা বললেন রোহ♔িত শর্মা
এই ভিডিয়োর পরেই অনেকে প্রশ্ন করছেন তাহলে কি ২৩ অক্টোবরের ম্যাচের আগে এভাবেই ভারতীয় শিবিরকে ভয় দেখাচ্ছে পাকিস্তান। তবে টিম ইন্ডিয়া এ🍸তে কতটা ভয় পেল তা তো সময়ই বলবে। কারণ বর্তমানে রোহিত শর্মা-কেএল রাহুল-বিরাট কোহলিরা কী ভাবে শাহিনদের জবাব দেন সেটাই এখন দেখার। এর মাঝেই ম্যাথু হেডেনের আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে পাকিস্তান দলের ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিমের সঙ্গে হেডেনকে ব🌱াজি ধরতে দেখা গিয়েছে।
পিসিবি প্রায় দেড় মিনিট✱ের সেই ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে হেডেনের সঙ্গে পাক দলের ফাস্ট বোলার ওয়াসিম এবং নাসিম শাহকে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যায় হেডেন ওয়াসিমকে মাঠের বাইরে বল ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন। হেডেন এর জন্য একশো ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।⛎ কিন্তু ওয়াসিম বলটি মাঠের বাইরে ফেলতে অক্ষম হন এবং বাজি হারান।
আরও পড়ুন… T20 WC 2021-এ লেংথের পরিবর্তনে আউট হয়েছিলেন রাহুল! জানে🧸ন কে পরামর্শ দিয়েছিলেন শাহিনকে
পাকিস্তানি দলে,ওয়াসিম দ্রুত নিক্ষেপ করতে পরিচিত এবং তিনি তার প্রচেষ্টায় দ্বিতীয় স্তরে বল নিক্ষেপ করতে সক্ষম হন কিন্তু বাইরে ফেলতে পারেননি। এই ভিডিয়োটি শেয়ার করে পিসিবি লিখেছে,‘ম্যাথিউ হেডেন এবং নাসিম শౠাহের থ্রো চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মহম্মদ ওয়া💦সিম।’
এই ভিডিয়োর শেষে ওয়াসিমকে আরও একটি সুযোগ দাবি করতে দেখা যায়। মজার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ভিডিয়োতে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের মুখে পড়তে 🍬হয়েছিল পাকিস্তান দলকে। একইসঙ্গে আফগানিস্তানের বিপক্ষে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃষ্টির ♍কারণে শেষ করা যায়নি।
এখন 23 অক্টোবর বিশ্বকাপের সুপার-12 ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তানি দল। তরুণ হওয়া সত্ত্বেও পাকিস্তানের ফাস্ট বোলিং আক্রমণ শক্তিশালী দেখায়। চোট কাটিয়ে ফিরেছেন শ🦂াহীন আফ্রিদি। এখন দেখার বিষয় ভারতীয় ব্যাটসম্যানদের বিপ🧸ক্ষে পাকিস্তানের বোলাররা কেমন পারফর্ম করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।