পাকিস্তান ক্রিকেট দল কোনও ভাবে আইসিসি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর সেমিফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে এই দলটি এখন মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তবে এই ম্যাচের আগেই দলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। পাকিস্তান তাদের শেষ সুপার-১২ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল এবং এই জয়ের পর অধিনায়ক বাবর আজম, কোচ ম্যাথি꧋উ হেইডেন ড্রেসিংরুমে দলের খেলোয়াড়দের উৎসাহিত করেছিলেন। এতেই ক্ষি🌃প্ত হন আক্রম।
ওয়াসিম আক্রমের মতে, ড্রে𒈔সিংরুম থেকে এমন ভিডিয়ো আসা ভালো নয়। তিনি বিশ্বাস করেন যে দলের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস দলের ভিতরে থাকা উচিত এবং তাদের বাইরে আসা উচিত নয়। তিনি বিশ্বাস করেন যে ড্রেসিংরুমের জিনিসগুলি বাইরের লোকদের জানার জন🉐্য নয়।
আরও পড়ুন… বাংলাদেশের সঙ্গেই আম্পায়ারꦇরা একটু বেশিই ভুল সিদ্ধান্ত দিয়েছে- খালে🐻দ মাহমুদ
ওয়াসিম আক্রম♛ বলেন, তিনি যদি বাবর আজমের জায়গায় থাকতেন, তাহলে ভিডিয়োটি করা ব্যক্তিকে আগে ধরতেন। এ-স্পোর্টসে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ওয়াসিম আক্রম বলেন, ‘আমি যদি বাবর আজম হতাম তবে যে এই ভিডিয়ো করছে তাঁকে আগে ধরতাম। মাঝে মাঝে কিছু জিনিস ব্যক্তিগত থেকে যায়। আমি সোশ্যাল মিডিয়া, খেলোয়াড়দের ভক্তদের সঙ্গে দেখা করা বা কথোপকথনের ভিডিয়ো দেওয়াতে কিছু মনে করি না। কিন্তু সাজঘরের ভিডিয়ো। এই বিশ্বকাপে অন্য কোনও দলকে এমনটা করতে দেখিনি। তাই অতিরিক্ত লাইক, ফলোয়ার পাওয়ার তাগিদ শেষ করতে হবে। এটা অতিরিক্ত হচ্ছে।’
আরও পড়ুন… নতুন ‘Mr 360’ সূর্যকুমার ফ্লপ হলে ভাꦛরতের ১৪০-১৫০ রান তোলাট♐া চাপের হবে- গাভাসকর
ওয়াসিম আক্রম বলেন, ‘তিনি যদি সেখানে থাকতেন, তাহলে তিনি ভিডিয়ো নির্মাতাদের বলতেন ড্রেসিংরুম ছাড়া অন্য কোথাও গিয়ে এই কাজটি করুন।’ আক্রম বলেন, ‘রেকর্ডিং সব সময়ই হয়। কল্পনা করুন🀅 যদি আমি সেখানে থাকতাম এবং আমি জানতাম না যে কেউ রেকর্ড করছে- সেই সময়ে যদি আমি দলকে কিছু বার্তা দিতে চাই তখন কি হবে! যে রেকর্ডিং করছে তাকে বলতাম, দু দিন বিশ্রাম নাও। কিমবা বলতাম ড্রেসিংরুমে এ সব ন꧒া করে অন্য কোথাও এই কাজটা করুন।’
বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে সেমিফাইনালে ওঠার পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছিলেন দলের অধিনায়ক বাবর আজম। তিনি মহম্মদ হ্যারিসের প্রশংসা করেছিলেন এবং ম্যাচ শেষ করে তাঁকে আসার পরামর্শও দিয়েছিলেন। দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ম্যাথু হেডেনের একটি ⭕ভিডিয়োও সামনে এসেছে। যদিও এই প্রথমবার ছিল না। এর আগে পাকিস্তান যখন ভারতের কাছে হেরেছিল, তখনও বাবরের ড্রেসিংরুমের ভিডিয়ো সামনে এসেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।