চোটের কারণে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইঙ্গলিস। বুধবার (১৯ অক্টোবর) সিডনিতে গলফꦫ খেলার সময় ইঙ্গলিস তার ডান হাতে চোট পান,এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে হবে 🌞অস্ট্রেলিয়াকে।
ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে নির্বাচিত হয়ে ছিলেন ইঙ্গলিস। ম্যাথু ওয়েডের অনুপস্থিতিতে তিনি একাদশে সুযোগ পেতেন। কিন্তু এই বড় টুর্নামেন্টের আগে তার বিদ🌠ায় অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা।
আরও পড়ুন… T20 World Cup 2022: ꧙সুপা♏র-12-এ পৌঁছনোর দুই দলের ছবি পরিষ্কার হবে আজ, দেখুন সম্পূর্ণ সমীকরণ
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বৃহস্পতিবার (২০ অক্টোবর)ﷺ বলেছেন যে তিনি ইঙ্গলিসের পরিবর্তে এমন একজন খেলোয়াড়কে নিয়ে যেতে চাইছেন যিনি উইকেট কিপিং করেন না। এমন পরিস্থিতিতে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দাবি জোরালো হচ্ছে। তবে অ্যালেক্স ক্যারি এবং জশ ফিলিপের মতো খেলোয়াড়রাও এই দৌড়ে রয়েছেন।
৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইংলিশ গত বছর সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলেরও অংশ ছিলেন। যদিও এই টুর্নামেন্টের আগে তার খেলার খুব কম সুযোগ ছিল।ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচে এবং সোমবার (১ꦏ৭ অক্টোবর) গাব্বায় অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ইংলিসকে অস্ট্রেলিয়ার প্লেয়িং একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল।ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও গলফ খেলার সময় চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ইংল্যান্ড দলে তার জায়গায় এসেছেন♉ অ্যালেক্স হেলস।
আরও পড়ুন… মরণ-বাঁচন লড়াই! কঠিন পরীক্ষার সামনে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইনꦡ্ডিজ! দেখুন পয়েন্ট টেবিলের অবস্থা
২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরুর দুদিন আগে থেকেই ব্যাকআপ উইকেটরক্ষক ব্য🐼াটসম্যান জশ ইঙ্গলসের চোট নিয়ে উদ্বিগ্ন ছিল অস্ট্রেলিয়া। সিডনিতে গলফ দুর্ঘটনায় ডান হাতে কাটা পড়েছে ইঙ্গেলসের। ঘটনাটি প্রথম সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্র দ্বারা রিপোর্ট করা হয়েছিল,এবং অস্ট্রেলিয়ান দলের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বুধবার 🎀বিকেলে গল্ফ ক্লাবে ইঙ্গলেসের হাত কেটেছে। তারপরে ইঙ্গলিসকে হাসপাতালে পরীক্ষা করা হয়েছিল।
অস⭕্ট্রেলিয়া ক্রিকেটের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে জশ ইঙ্গলিসের ইনজুরি গুরুতর প্রমাণিত হলে,আইসিসির অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়া তাদের ১৫ খেলোয়াড়ের দলে ইংল্যান্ডকে প্রতিস্থাপন করতে পারে,তবে তিনি আর এই বিশ্বকাপে ফিরতে পারবেন না। এবার সেটাই হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।