টি-✃২০ ক্যাপ্টেন্সি থেকে অব্যহতি নিলেন। তবে আগের মতোই আগ্রাসন নিয়ে মাঠে নামবেন, জানিয়ে দিলেন বিরাট কোহলি। নমিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচের পর কোহলি স্পষ্ট জানান, যেদিন পরিচিত আগ্রাসন হরিয়ে বসবেন, খেলা ছেড়ে দেবেন সেদিಞনই।
কোহলি আগেই জানিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের পরেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়ে দেবেন। সেই মতো নমিবিয়া ম্যাচটিই ছিল টি-২০ ফর্ম্যাটে ভারত অধিনায়ক হিসেবে বিরাটের শেষ ম্যাচ। এর পর নতুন অধিনায়কের অধ🔜ীনে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে 🅰নামবেন তিনি।
নমিবিয়া ম্যাচের পর বিরাট বলেন, ‘আমার আগ্রাসন কখনও বদলাবে না। যখন স্বভাবসূলভ আগ্রাসন চলে যা🍌বে, খেলা ছেড়ে দেব।’
ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গে কোহলি বলেন, ‘এটা এক ধরণের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করার এটাই সঠিক সময়। গত ৬-৭ বছর ধরে একটানা ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে হচ্ছে। তবে যাত্রাটা দারুণ মজাদার ছিল। আসাধারণ সব ছেলেদের নিয়ে আমরা দল হিসেবে দারুণ পারফর্ম করেছি। আমি জানি যে, বিশ্বকাপে আমরা খুব বেশিদূর যেতে পারিনি। তবে টি-২০ ক্রিকেটে আমরা ভালো খেলেছি এবং একসঙ্গে খেলা উপভোগ করেছি। প্রথম দু'টো ম্যাচে ꦑআমরা সাহসী হতে পারিনি। তবে ব্যর্থতার জন্য টস হারাকে দায়ি করার মতো দল আমরা নই।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।