জ্যান ফ্রাইলিঙ্ক এ☂বং জেজে স্মিতের দাপটেই কার্যত ল্যাজেগোবরে হল শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডকে ৫৫ রানে উড়িয়ে দিয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনই অঘটন ঘটাল ২২ গজে অখ্য⛄াত নামিবিয়া টিম। নিঃসন্দেহে এশিয়া কাপ জয়ীদের কাছে এটা বিশাল বড় ধাক্কা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোণঠাঁসা হয়ে পড়েছিল নামিবিয়া। ১৪.২ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিথের ঝড়ে সপ্তম উইকেটে নামিবিয়া যোগ করে ৭০ রান। তাও মাত্র ৩৪ বলে। সেই সঙ্গে তারা গড়ে ফেলে ন💖য়া নজিরও। শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাসেসিয়েট দলের করা সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের রেকর্ড গড়ে নামিবিয়া। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে নামিবিয়া করে ৭ উইকেটে ১৬৩ রান।
আরও পড়ুন: ফ্রাইলিঙ্ক-স্মিত ঝড়, লঙ্কার বিরুদ্ধে ১৬৩🐲 করে বিশ্বরে♕কর্ড নামিবিয়ার
এ দিন ফ্রাইলিঙ্ক এবং স্মিত না থাকলে হয়তো প্রত্যাশিত ফ�🐻�লই হতে পারত। তবে ব্যাটে-বলে এ দিন বাজিমাত করে এই দুই তারকা। দলকে খাদের কিনারা থেকে তুলে শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে জয় এনে দেন ফ্রাইলিঙ্করা।
এ দিন দলের ৬ রানের মাথায় প্রথম উইকেট পড়ে নামিবিয়ার। এর পর ১৬, ৩৫- একের পর এক উইকেট পড়তে থাকে। ১৫তম ওভার চলাকালীন ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়েছিল তারা। কিন্তু সেখান থেকে ম্যাচে ফেরান ফ্রাইলিঙ্ক এবং স্মিত। ২৮ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ফ্রাইলিঙ্ক। অল্পের জন্য হাতছাড়া হয় হাফসেঞ্চুরি। তবে ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যান তিনি। তাঁকে সপ্তম উইকেটে যোগ্য করেন স্মিত। তিনি ১৬ বলে ৩১ করে অপ🐻রাজিত থাকেন। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নামিবিয়া করে ১৬৩ রান।
আরও পড়ুন: T20 WC-এর জন্য ১৬ দলের একাদশ বাছল ICC, ভারতীয় দল থেকে বাদ পড়ল তিন বড় 🍰নাম
শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মদুশান নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন দুষমন্ত চামেরা, মহেশ থিকসানা, ওꦰয়ানিন্দু হাসরাঙ্গা এবং চামিকা করুণারত্নে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।