গন্ধবিচার নয়, গন্ধ শুঁকে বিচার করা কোনটি নিজের পোশাক। এমন প্রবৃত্তি অনেকের মধ্যেই দেখা যায়। তবে খেলার মাঠে অশ্বি♚নের মতো তারকা ক্রিকেটারকে এমনটা করতে দেখে হেসেই খুন নেটিজেনরা। স্বাভাবিকভাবেই মিম হয়ে সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের কাণ্ড।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার টুয়ে😼লভের শেষ ম্যাচে টসের পরে রোহিত শর্মা যখন সাক্ষাৎকারে ব্যাটিং করবেন নাকি বোলিং, নিজের পছন্দ জানাচ্ছেন, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে অশ্বিনের হাস্যকার এক কাজ। আসলে ওয়ার্ম-আপের সময় অশ্বিন নিজের গেঞ্জি খুলে রেখেছিলেন মাঠে। তা সতীর্থর পোশাকের সঙ্গে মিশে যায়। কোনটি যে তাঁর পোষাক, তা নিয়েই ধন্দে পড়েন অশ্বিন।
শেষে চটজলদি উপায় খুঁজে বার করেন তিনি। দু'টি পোশাক একে একে শুঁকে বুঝে যান কোনটি তাঁর নিজের। গন্ধ শুঁকে নিশ্চিত হওয়ার পরে একটিকে মা🧸ঠে ফেলে রেখে অপরটি হাতে নিয়ে সাজঘরে🦄র দিকে হাঁটা লাগান তিনি।
অশ্বিনের এমন ভিডিয়ো ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। প্রতিক্রিয়া মেলে বিস্তর। অনেকেই মন্তব্য করেন যে, ঠিক এভাবেই ছেলেরা তা♉দের ব্যবহার করা পোশাক খুঁজে নেন জামা-কাপড়ের স্তুপ থেকে।
হরভꦍজন সিংও ভিডিয়োটির প্রতিক্রিয়ায় অশ্বিনের সঙ্গে মস্করা করতে ছাড়েননি। তিনি টুইটে অশ্বিনের কাছে জানতে চান যে, তিনি কী শুঁকছিলেন। ভাজ্জি লেখেন, ‘কী গন্ধ পাচ্ছিস অ্যাশ?’
অশ্বিন জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। চলতি টি-২০ বিশ্বকাপে এটিই তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অশ্বিন ২৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪৩ রান খর🐈চ করে তুলে নেন ১টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে রবিচন্দ্রন ১৯ রান খরচ করেন। তবে কোনও উইকেট তুলতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।