বড় সাফল্য পেল সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ফরাসি ওপেন ব্যাডমিন্টন সুপার সিরিজ ৭৫০ জিতলেন ভারতীয় তারকা ডাবলস জুটি। সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ এই প্রথম ৭৫০ সুপার সিরিজ জয়ের নজির গড়েছেন। এই জুটি ২০১৯ সালের সংস্করণে রানার্স হয়েছিলে। তবে এই প্রথম বার কোনও ভারতীয় ডাবলস জুটি ফরাসি ওপেন ব্যা𒐪ডমি𝄹ন্টন সুপার সিরিজ ৭৫০ জেতার নজির গড়লেন।
রবিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় জুটির প্রতিপক্ষ ছিল চিনা তাইপে জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হান। মাত্র ৪৮ মিনিটে স্ট্রেট গেমে চিনা তাইপে জুটিকে গুড়িয়ে দেন সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি𒁏 এবং চিরাগ শেট্টি। দুরন্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয় ভারতীয় জুটি। খেলার ফল, ২১-১৩, ২১-১৯। গোটা ম্যাচে শুরু থেকে শেষ পর🥃্যন্ত দাপট বজায় রেখেছিলেন সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।
আরও🀅 পড়ুন: শ্বেতার ♉সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টমাস কাপের নায়ক প্রণয়, দেখে নিন বিয়ের অ্যালবাম
ম্যাচের একেবারে শুরুতেই ৫-০ ব্যবধানে লিড পেয়ে যায় ভারতীয় জুটি। আর সেই দাপটই গোটা ম্যাচে ধরে রাখলেন ভারতীয় দুই 🐻তারকা শাটলার। প্রতিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগ না দিয়েই তাঁরা জয়ের লক্ষ্যে এগিয়ে যান। সাত্ত্বিকের দুর্দান্ত সার্ভে মিডগেম বিরতিতে ছয় পয়েন্ট বাগিয়♊ে নেন চিরাগরা। ভারতীয় জুটি দ্রুত গতির র্যালিতে আধিপত্য বজায় রাখে।
আরও পড়ুন: একেবারে ম্যাড়ম্যাড়ে, ডেনমার্ক ওপেনে হ🌟ার লক্ষ্যে💛র, ছিটকে গেলেন ছন্দহীন চিরাগরাও
সাতটি গেম পয়েন্টের সুযোগ পেয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। প্রথম সুযোগেই 🦩এই সম্ভ🌠াবনায় শিলমোহর দেন চিরাগ। প্রথম গেম ২১-১৩ গেমে ছিনিয়ে নেন। তাইপেই জুটির দ্বিতীয় গেমে ভালো সূচনার প্রয়োজন ছিল। ম্যাচের প্রথম দিকে তাঁদের আক্রমণাত্মক দেখাচ্ছিল। কিন্তু ভারতীয় জুটি দ্বিতীয় গেম জিতে সম্ভাবনায় জল ঢেলে দেন।
চলতি বছরের ভারতের এই ব্যাডমিন্টন ডাব♒লস জুটি স্বপ্নের দৌড় অব্যাহত। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ ৫০০, কমনওয়েলথ গেমসে সোনা, থমাস কাপের মুকুট এবং গত অগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মূল্যবান ব্রোঞ্জ জেতে ভারতের তারকা জুটি। এই নিয়ে তৃতীয় ওয়ার্ড ট্যুর জিতলেন চিরাগরা। ২০১৯ সালে থাইল্যান্ড ওপেন ৫০০ সুপার সিরিজ, ইন্ডিয়া ওপেন ৫০০ সুপার সিরিজ জেতে ভারতীয় জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।