সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তারা ৪২ রানে হারিয়ে দেয় আইরিশদের। এতে কিছুটা হলেও অক্সিজেন পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উঠে এলে গ্রুপ লিগের পয়েন্ট টেবলের দুই নম্বরে🅺। নিঃসন্দেহে এটি অজিদের জন্য বড় স্বস্তি। তবে সেমিফাইনালে ওঠার সমীকরণ কিছুটা সহজ হলেও, এখনও কিন্তু চাপে থাকবে অজিরা। কারণ খেলার মাঠে যখন খুশি পরিস্থিতি বদলে যায়। এই মুহূর্তে পয়েন্ট টেবলের যা পরিস্থিতিতি, তাতে সবচেয়ে বেশি চাপে ইংল্যান্ড।
নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের শীর্ষে রয়েছে। তাদের নেট রানরেট +৩.৮৫০। অস্ট্রেলিয়া এ দিন আয়ারল্য𒊎ান্ডকে হারিয়ে গ্রুপ টেবলের দুইয়ে উঠে এসেছে। তারা আবার ৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্টও ৫। তবে রানরেট বেশ কম। অজিদের নেট রানরেট -০.৩০৪। ইংল্যান্ড আবার ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। তাদের রানরেট আবার কিছুটা ভালো। ব্রিটিশদের নেট রানরেট এই মুহূর্তে +০.২৩৯। এই গ্রুপের চার, পাঁচ এবং ছয়ে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তবে বাকি তিন টিমের সেমিতে ওঠার লড়াইয়ে থাকলেও, অঙ্ক মারাত্মক জটিল। সে দিক থেকে গ্রুপ টেবলের শেষ তিন টিমের শেষ চারে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
আরও পড✨়ুন: বাংলাদেশের বিপক্ষে একাদশে পন্ত? কার্তিকের না খেলার সম্ভাবনা প্রবল
গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবল এক নজরে:
টিম-💫 নিউজিল্যান্ড- ম্যাচ-৩, জয়-২, হার-০, ম্যܫাচ পরিত্যক্ত-১, পয়েন্ট-৫, রানরেট: +৩.৮৫০
টিম- অস্ট্রেলিয়া- ম্য🐷াচ-৪, জয়-২, হার-১, ম্যাচ পরিত্যক্ত-১, পয়েন্ট-৫, রানরেট: -০.৩০৪
টিম- ইংল্যান্ড- ম্যাচ-৩, জয়-১, হার-১, ম্যাচ পরিত্যক্ত-১, পয়েন্ট-৩, রানরেট:♍🤡 +০.২৩৯
টিম🦂- আয়ারল্যান্ড- ম্যাচ-৪, জয়-১, হার-২, ম্যাচ পরিত্যক্ত-১, পয়েন্ট-৩, রানরেট: -🎉-১.৫৪৪
টিম- শ্রীলঙ্কা- ♎ম্যাচ-৩, জয়-১, হার-১, ম্যাচ পরিত্যক্ত-০, 🌠পয়েন্ট-২, রানরেট: -০.৮৯০
টিম-আফগানিস্তান- ম্যাচ-৩, জয়-০, 🌄হার-১, ম্যাচ পরিত্যক্ত-২, পয়েন্ট-২, রানর🎀েট: -০.৬২০
আরও প🌼ড়ুন: বাংলাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সেমিতে যাওয়া হবে তো র🌳োহিতদের?
গ্রুপ ওয়ানের সমীকরণ:
গ্রুপ ওয়ানে প্রথম তিন দলের মধ্যে দু'টি টিমের সেমিতে যাওয়ার সম্ভাবনাই কার্যত নিশ্চিত। নিউজিল্যান্ড কিন্তু অনেকটা সুরক্ষিত জায়গায় রয়েছে। তাদের আরও ২টি ম্যাচ খেꦺলতে হবে। তার মধ্যে একটি জিতলেও সেমিতে উঠে যাবে কিউয়িরা। কিন্তু রানরেট ঠিক রাখতে হবে। কারণ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছেও সাত পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডকে কিন্তু একটি ম্যাচে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তবে আরও একটি ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। যে টিম আবার ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দিয়েছে। আর নিউজিল্যান্ড যদি ২টি ম্যাচেই জিতে যায়, তবে কোনও অঙ্কের দিকে তাকাতে হবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।