ঘুরে দাঁড়ানো হয়তো একেই বলে। আইপিএলে রানের খরায়﷽ প্রায় আধা টুর্নামেন্ট ডাগআউটে বসিয়ে কাটাতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। সানরাজার্স হায়দরাবাদের অধিনায়ক পদ থেকেও হতে হয়েছিল ছাটাই। এমন༺কী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও তাঁর হতশ্রী ফর্ম অব্যাহত ছিল। তবে অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট দলের চ্যাম্পিয়ন ক্রিকেটারকে বাদ দেওয়ার কথা ভুলেও ভাবেননি এবং তার প্রতিদানে দলকে বিশ্বখেতাব এনে দিলেন ওয়ার্নার।
এ মর🍃শুমেরꩵ আইপিএলের আট ম্যাচে ২৪.৩৭ গড় ও মাত্র ১০৭.৭৩ স্ট্রাইক রেট যে ওয়ার্নারসুলভ একেবারেই নয়, তা আলাদা করে বলে দিতে লাগে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সিংহের মতো গর্জন করে তিনি ফিরলেন। সাত ম্যাচে ৪৮.১৬-র গড় ও ১৪৬.৭০-র স্ট্রাইক রেটে ২৮৯ রান করে জিতে নিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ওয়ার্নারের ব্যাটে রান ফিরতেই সমালোচকদের বিরুদ্ধে গর্জে উঠলেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।
সোশ্যাল মিডিয়🔴ায় অজি তারকা প্রখ্যাত স্ত্রী এক পোস্টে সমালোচকদের কিছুটা ব্যঙ্গ করেই লেখেন, ‘ফর্মহীন, অত্যাধিক মন্থর এবং বয়স্ক! অনেক অভিনন্দন ডেভিড ওয়ার্নার।’ গোটা আইপিএল মরশুম জুড়ে ব্যাটার ওয়ার্নারকে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি। সানরাইজার্সের অধিনায়কত্ব কেড়ে নেওয়া থেকে দল থেকে বাদ পড়া, রীতিমতো ঝড় বয়ౠে গিয়েছে তাঁর ওপর দিয়ে। তবে ওয়ার্নারের মতো চ্যাম্পিয়নরা হয়তো এভাবেই ফেরেন। চওড়া ব্যাটে গ্যালারি পারে ফেলে দেন সব সমালোচকদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।