২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের মতো ফের একবার আরও এক বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই পড়শি দেশ এবার দুবাইয়ের ময়দানে প্রথমবার টি-টোয়েন্ট👍ি বিশ্বকাপ জয়ের জন্য লড়বে।হাইভোল্টেজ ম্যাচের আগে কিউয়ি পেসার টিম সাউদির গলা থেকে আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে।
৫.৭৫-র ইকোনমি ও ১৭.২৫-র গড়ে সাউদি ছয় ম্যাচে এখনও অবধি আট উইকেট নিয়েছেন। চলতি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে থাকা ওয়ার🌊্নার এবং অ্যারন ফিঞ্চের সামনা সামনি হবেন কিউয়ি দলের ডান হাতি পেসার। তবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বছরের শুরুতেই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তিনি। Perth Now-কে সাউদি জানান, ‘অস্ট্রেলিয়া বহুদিন ধরেই শক্তিশালী এক দল। ২০১৫ সালের পর থেকে আমরা ওদের বিরুদ্ধে অন্য কোনো ফাইনাল খেলিনি। তবে পূর্ণশক্তির দল না হলেও ওদের বছরের শুরুতে আ🥃মরা টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিলাম। ওরা খুবই ভয়ঙ্কর শক্তিধর একটি দল, তবে ফাইনালে সবকিছুই সম্ভব।’
অস্ট্রেলিয়াকে যে কিউয়ি দল কোনোভাবেই ভয় পাচ্ছে ন♉া, তা স্পষ্ট জানিয়ে দেন সাউদি। পাশপাশি পড়শিদের সঙ্গে ইংল্যান্ড দলের মিলও খুঁজে পাচ্ছেন তিনি। ‘আমরা গোটা টুর্নামেন্টেই দারুণ প্রতিভাবান দলগুলির বিরুদ্ধে খেলেছি, তাই আমার মনে হয়না এই ম্যাচ নিয়ে আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছে। ইংল্যান্ড দলের মꦡতোই ওদের গোটা দল জুড়েই বড় শট মারার ক্ষমতাসম্পন্ন ব্যাটাররা রয়েছে। বোলার হিসাবেও তো সেরাদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটাই সকলে নিতে চায় এবং অস্ট্রেলিয়া দলে দারুণ দক্ষ সব ব্যাটার রয়েছে।’ মত সাউদির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।