টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। ইতিমধ্য়েই একাধিক বিশেষজ্ঞ খেতাব জয়ের ক্ষেত্রে ভারতের হয়ে বাজি ধরেছেন। বিরাট কোহলি, রোহ🌃িত শর্মা, জসপ্রীত বুমরাহদের মতো তারকাসমৃদ্ধ দলকে ফেভারিটদের তালিকায় রাখাটা বড় বিষয় নয়। কিন্তু ওয়াসিম আক্রম টিম ইন্ডিয়ার গেমচেঞ্জারহিসাবে এদের কারুরই নাম নেননি।
তিনি বরং দলের তুলনামূলক নতুন সদস্য, সূর্যকুমার যাদবকে গেমচেঞ্চার হিসাবে বেছেছেন। কলকাতা নাইট রাইডার্সে কোচিং করানোর সময় সূর্যকুমারকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে আক্রমের। অতীতে ভারত অনেকসময়ই মিডল ওভারগুলোতে দ্রুত রান তুলতে না পারায় সমস্যায় পড়েছে। সে👍ক্ষেত্রে সূর্যর আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিয়ে আক্রম তাঁর হয়েই﷽ বাজি ধরছেন।
Salaam Cricket নামক এক শোতে পাকিস্তান কিংবদন্তি বলেন, ‘সূর্যকুমার🔯 যাদবের মধ্যে ভারত এক দারুণ ক্রিকেটার খুঁজে পেয়েছে। আমার মনে হয় পাওয়ার প্লের ছয় ওভারের পর ও নিজের দক্ষতায় নিমেষেই ম্যাচের রঙ বদলে দেবে। আমি ওর শটগুলো দেখেছি। আমার সঙ্গে ও কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটার হিসাবে ওর বিশাল উন্নতি ঘটেছে। ও না 🍌থেমে অনবরত নিজের শট খেলে যায়। এখনও অবধি নিজের কেরিয়ারে ও যেমনভাবে ক্রিকেটটা খেলেছে, এখানেই তেমনভাবেই ওর খেলা চালিয়ে যাওয়া উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।