চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লজ্জার হারের পরে, রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে বিরাট কোহলিদের দল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেক বিশেষজ্ঞই বলছেন ভালো ফল করতে 💯হলে দলে পরিবর্তন দরকার। আবার অনেকের মত একই একাদশ নিয়ে মাঠে নামুক ভারত। তবে পিটিআই সূত্রে খবর ✨নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই দল নিয়ে মাঠে নামবে ভারত।
সেক্ষেত্রে হℱার্দিক পান্ডিয়াকে দলে রেখেই চূড়ান্ত একাদশ তৈরি করা হতে পারে। ভুবনেশ্বরকেও দলে রাখা হতে পারে। অনেকেই জানিয়ে ছিলেন হা🍨র্দিকের জায়গায় শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া যেতেই পারে। তবে অনেকে যুক্তি দিয়েচেন, যদি হার্দিকের জায়াগায় শার্দুল টাকুর খেলেন সেক্ষেত্রে সাত নম্বরে মাঠে নামতে হবে শার্দুলকে। যা 'লর্ড' শার্দুল ও দলের পক্ষে ঠিক হবে না। সে কারণেই শার্দুলের অপশানে অনেকেই না বলেছেন।
শার্দুলের পরে রবিচন্দ্রন অশ্বিনের নাম নাম উঠে আসছে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর জায়গায় অশ্বিনের কথা ভাবছিলেন অনেকে। যদিও বেশ কিছু বিশেষজ্ঞরা মনে করেন অশ্বিনের বদলে বরুণ চক্রবর্তী বেশি কার্যকারী ভূমিকা পালন করবেন। সে জন্য বরুণ চক্রবর্তীর দলে থাকার সম্ভাবনা বেড়েছে। তবে সবটা নির্ভর করবে তাদের ফিটনেসের উপর। যদি তারা ফিট থাকে🤡 তবেই তারা দলে জায়গা পাবেন। নয়তো দলে পরিবর্তন দেখা যেতেও পারে। তবে সূত্রের খবর পাকিস্তানের বিরুদ্ধে যেই দল নিয়ে বিরাট কোহলিরা মাঠে নেমেছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই দলই দেখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।