ফাইনালে উঠেছেন। কিন্তু অধরা থেকে গিয়েছে ট্রফি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০২২ সালের ৬ মার্চ থেকে ৫০ ওভারের বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছেন মিতালি রাজরা। প্রথম ম্যাচে কোয়𒉰ালিফায়ারের বিরুদ্ধে খেলবে।
মঙ্গলবার মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যা ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে সেই মেগা-ইভেন্ট হবে। উদ্বোধনী ম্যাচে টরঙ্গতে কোয়ালিফায়ারের বিরুদ্ধে নামবে হোয়াইট ফার্নসরা। দু'দিন পর সেই মাঠেই খেলবেন মিতালিরা। সেই সঙ্গে ডুনেডিন, হ্যামিলটন, ওয়েলিংটন, অকল্যান্ড, ক্রাইস্টচার্চেও খেলবে মোট আটটি দল। ক্র🔯াইস্টচার্চে নৈশালোকে হবে ফাইনাল। তাতে একটি ‘রিজার্ভ ডে📖’ থাকছে। সেমিফাইনালেও 'রিজার্ভ ডে’ রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রথম সেমিফাইনাল হবে ৩০ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৩১ মার্চ।
সূচি প্রকাশের পর মিতালি জা☂নান, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ৫০ ওভারের প্রথম বিশ্বকাপ জেতাতে মরিয়া তিনি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলেন, ‘আমরা সবাই একটা কঠিন বছরের দিয়ে মধ্যে দিয়ে গিয়েছি। যে খেলাটা ভালোবাসি, সেটা আবারও খেলার সুযোগ পেয়ে খুশি আমরা। গত তিন-চার বছর ধরে আইসিসি টুর্নামেন্টে ভালো খেলছে ভারত - সে একদিনের বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক। আমরা যদি ২০২২ সালের টুর্নামেন্ট জিততে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের মেয়েদের কাছে তা বড়সড় অনুপ্রেরণার হবে। কারণ ৫০-ওভারের ক্রিকেট যে কোনও ক্রিকেটারের কাছে সর্বোচ্চ পর্🧜যায়। আমি আশ্বস্ত করতে পারি যে আমি এবং আমার দল সেদিকে তাকিয়ে আছে।’
ভারতের সূচি :
১) ভারত বনাম কোয়ালিফায়ার : ৬ মার্চ, ২০২২।
২) ভারত বনাম নিউজিল্যান্ডে : ১০ মার্চ, ২০২২।
৩) ভারত বনাম কোয়ালিফায়ার : ১২ মার্চ, ২০২২।
৪) ভারত বনাম ইংল্যান্ড : ১৬ মার্চ, ২০২২।
৫) ভারত বনাম অস্ট্রেলিয়া : ১৯ মার্চ, ২০২২।
৬) ভারত বনাম কোয়ালিফায়ার : ২২ মার্চ, ২০২২।
৭) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : ২৭ মার্চ, ২০২২।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।