বিশ্বকাপের মূꦫলপর্বে উঠতে না পারার লজ্জা তো রয়েছে, স্কটল্যান্ডের বিরুদ্ধে আরও একটি লজ্জাজনক নজিরꦰ গড়ল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির তৃতীয় পূর্ণ সদস্যের দেশ (টেস্ট খেলিয়ে দেশ) হিসেবে একই একদিনের ক্রিকেট টুর্নামেন্টে দুটি আলাদা অ্যাসোসিয়েট দেশের কাছে হারলেন ক্যারিবিয়ানরা। এবারের আইসিসি একদিনের বিশ্বকাপের কোয়ালিফায়ারের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের হারের পর সুপার সিক্স পর্যায়ের প্রথম ম্যাচেই আরও একটি অ্যাসোসিয়েট দেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছেন তাঁরা। যে লজ্জাজনক রেকর্ড গত ২০ বছর ধরে একা বইতে হচ্ছিল বাংলাদেশকে। কিন্তু এবারের কোয়ালিফায়ার পর্বেই পেল জোড়া সঙ্গী।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে যে বিশ্বকাপের আসর বসতে চলেছে, সেই বিশ্বকাপের শেষ দুটি দল বাছাইয়ের জন্য ♏জিম্বাবোয়েতে কোয়ালিফায়ার চলছে। সেই কোয়ালিফায়ারের শুরুতে খাতায়কলমে ফেভারিট ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুটি ম্যাচও জেতে (আমেরিকার বিরুদ্ধে অবশ্য বেশ চাপে পড়ে গিয়েছিল)। কিন্তু তৃতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যায়। চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ওভারে হেরে যান ক্যারিবিয়ানরা। তাতে সুপার সিক্সে ওঠা না আটকালেও বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাওয়ার কাজটা কার্যত অসম্ভব ছিল। শুধু নিজেরা জিতলেই হতღ না; ওয়েস্ট ইন্ডিজকে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার হারও প্রার্থনা করতে হত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।