বেলাগাম কথাবার্তায় জাভেদ মিয়াঁদাদের যে জুড়ি নেই, সেটা বোঝা গেল আরও একবার। এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে যে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে, সেই পরিস্থিতি আরও ত🔥িক্ত হল প্রাক্তন পাক অধিনায়কের কথায়। ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তাজনীত সংশয় নিয়ে মন্তব্য করতে গিয়ে জাভেদ এমন সব শব্দ ব্যবহার করেন, যাতে ভয় আরও বাড়বে বই কমবে না। এও বোঝা যায় যে, পাক ভূখণ্ডে ক্রিকেটারদের নিরাপত্ত নিয়ে নিশ্চিন্ত নয় ওদেশের প্রাক্তনিরাই এবং ওদেশে খেলতে গেলে জীবন-মরণ ঈশ্বরের হাতে সঁপে দিতে হবে।
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজিত হলে ভারত টুর্নামেন্টে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই অবস্থায় সমাধানসূত্র হিসেবে দু'টি আলাদা দেশে টুর্নামেনඣ্ট আয়োজনের সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে ভারত এশিয়া কাপের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ কেন্দ্রে। ভারত ছাড়া বাকি সব দেশ এশিয়া কাপ খেলবে পাকিস্তানে।
নিরাপত্তাজনীত সংশয়ে ভারতের পাকিস্তানে খেলতে যেতে না চাওয়া নিয়ে জাভেদ মিয়াঁদাদের মতামত জানতে চাওয়া হয় নাদির আলি পডক♔াস্টে। সেখানেই মিয়🐠াঁদাদ আপলকা মন্তব্য করে বসেন। তাঁর দাবি, মরণ এলে কেউ আটকাতে পারবে না। কেননা মরণ-বাঁচন ঈশ্বরের হাতে।
মিয়াঁদাদ বলেন, ‘ভুলে যান নিরাপত্তর কথা। আমি বিশ্বাস করি যে, ভাগ্যে মরণ লেখা থাকলে তা আসবেই, কেউ আটকাতে পারবে না। কেননা মরণ-বাঁচন তো ঈশ্বরের হাতে। ওরা (ভারত) যদি আজই ডাকে, আমরা যাব। তবে ওদেরও পালটা পাকিস্তানে আসা উচিত। এখন বিষয় হল যে, শেষবার আমরা ওদের দেশে গিয়েছিলাম। ওরা এখনও আসেনি। তাই এবার ♛ওদের 🃏আসার পালা।’
উল্𓆏লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও বিসিসিআইয়ের উপরে পালটা চাপ দেওয়ার চেষ্টা করা হয় এই বলে যে, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তবে পাকিস্তানও এবছর ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। যদিও পরিস্থিতির চাপে সুর নরম করতে বাধ্য হয়েছে পিসিবি।
এখন শোনা যাচ্ছে যে, পাকিস্তান ক্রিকেট দলের ভারতে এসে বিশ্বকাপ খেলতে অ♐সুবিধা নেই। তবে তাদের ম্যাচগুলো আয়োজন করতে হবে কলকাতা অথবা চেন্নাইয়ে। পিসিবির তরফে এও স্পষ্ট করা হয়েছে যে, এশিয়া কাপ যদি পাকিস্তানের মাটি থেকে সরে যায়, তবে তাদের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হব🉐ে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।