ঘরের মাঠে অস্ট্রেলি༺য়ার কাছে একদিনের সিরিজ হার। চার বছর আগে ঘরের মাঠে এক টানা একদিনের সিরিজে অপরাজিত থাকার নজিরে ইতি টেনেছিল অস্ট্রেলিয়া। এ বারও ঘরের মাঠে ভারতের এক টানা একদিনের সিরিজ অপরাজিত থাকার🅘 রেকর্ডে ‘ফুলস্টপ’ বসিয়ে দিলেন অজিরা। বুধবার চেন্নাইয়ের তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর ফলে ২০১৯ সাল থেকে ঘরের মাঠে যে লাগাতার একদিনের সিরিজে অপরাজিত ছিল ভারত, তাতে ইতি পড়ল। ঘরের মাঠে ২৬টি টানা একদিনের সিরিজে অপরাজিত থাকার (২৪ সিরিজে জয়ে, দুটি অমীমাংসিত) পর ২৭ নম্বর সিরিজে হারতে হল ভারতকে। আর এই ওডিআই সিরিজে হারের পর রোহিত শর্মার উপর ক্ষোভ উগরালেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন: ভারত হারলেও, একাধিক ꦗরে💫কর্ড গড়লেন কোহলি, পিছনে ফেললেন লারা-পন্টিংকে
পারিবারিক কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলেননি রোহিত। দল ঘোষণার সময়েই জানানো হয়েছিল, প্রথম ম্যাচ খেলতে পারবেন না ভারত অধিনায়ক। পরে জানা যায়, তিনি শ্যালকের বিয়েতে উপস্থিত থাকতেই ছুটি নিয়েছিলেন। আর এতেই বেজায় চটেছেন সানি। বুধবার খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে ক্ষিপ্ত গাভাসকর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ‘বিশ্বকাপের বছরে পারিবারিক কারণে খেলা মিস করাটা কাম্য নয়। জরুরি বিষয় হলে অন🧜্য কথা। তা না🌜 হলে কখনও-ই ম্যাচ মিস করাটা ঠিক নয়।’
দলে অধিনায়কের ভূমিকা কতটা সেটাও বুঝিয়ে দিয়েছেন গাভাসকর। তাঁর দাবি, নতুন অধিনায়ক এলে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। তিনি তাই বলেওছেন, ‘রোহিতের প্রতিটি ম্যাচ খে𓄧লা উচিত ছিল। একটা ম্যাচের জন্য একজনকে অধিনায়ক করলাম। আর বাকি দুই ম্যাচ অন্য একজন। এটা মোটেও ভালো উদাহরণ নয়।’ সানির কথায়, ‘নেতৃত্বে একটা ধারাবাহিকতা থাকতে হবে। মনে রাখতে হবে তোমার দিকে সবাই তাকিয়ে রয়েছে। আর তা না হলে দু’জন অধিনায়ক বেছে রাখুন নির্বাচকেরা।’
আরও পড়ুন: ইচ্ছে কর🏅ে স্টইনিসকে ধাক্কা দিলেন কোহলি, তার পর কী ঘটল?🧸 নিজেরাই দেখুন
বুধবার চেন্নাইয়ে ১-১ অবস্থায় খেলতে নেমে ৪৯ ওভারে ২৬৯ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৭ বলে ৪৭ রান করেন মিচেল মার্শ। ৩১ বলে ৩৩ রান করেಞন ট্রেভিস হেড। কিছুটা কঠিন পিচে রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে অল-আউট হয়ে যায় ভারত। হেরে যায় ২১ রানে। সেই সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপের বছরে ২-১ ব্যবধানে সিরিজ হেরে লজ্জার মুখোমুখি হন রোহিত শর্মারা। সেই সঙ্গে আইসিসি পুরুষদের ওডিআই টিম র্যাঙ্কিংয়ে মেন ইন ব্লুকে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে, অজিরা উঠে এসেছে একে। নতুন করে ওডিআই-এর সিংহাসন দখল করেছে অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।