ওয়ান ডে সিরিজ হারতে হলেও বাংলাদেশ সফরের প্রথম টেস্টে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টর শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়াতে বিশেষ সময় লাগেনি ভারতের। ম্যাচꦚের প্রথম তিনদিনেই ছড়ি ঘোরান লোকেশ রাহুলরা। চতুর্থ দিনের শেষে খেলার রাশ পুরোপুরি ভারতের হাতে রয়েছে। চতুর্থ দিনেই ম্যাচ জিতে মাঠ ছাড়ার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। যদিও শাকিবরা ম্যাচ টেনে নিয়ে যান পঞ্চম দিনে।
চতুর্থ দিনের খেলা শেষ
চতুর্থ🍃 দিনের প্রথম সেশনে কোনও উইকেট পায়নি ভারত। দ্বিতীয় ও তৃতীয় সেশনে ৩টি করে উইকেট সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসেꩲ ব্যাট করতে নামা বাংলাদেশ চতুর্থ দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৭২ রান সংগ্রহ করেছে। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৪১ রান। চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ৪টি উইকেট। শাকিব আল হাসান ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ৯ রান করে নট-আউট থাকেন মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন।
১০০ ওভারের খেলা শেষ
শেষ ইনিংসে ১০০ ওভার ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ২৭২ রান তুলেছে। শাকিব আল হাসান ৪০ রানে ব🐲্যাট করছেন♚। ৯ রানে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ।
২৫০ টপকাল বাংলাদেশ
৯৩তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৯৪ ওভার শেষে তাদের সংগ্রহে 😼রয়েছে ৬ উইকেটে ২𒁃৫৭ রান। শাকিব ২৬ রানে ব্যাট করছেন। মেহেদি ব্যাট করছেন ৮ রানে।
নুরুলকে স্টাম্প করলেন পন্ত
একই ওভারে বাংলাদেশ শিবিরে জোড়া ধাক্কা দিলেন অক্ষর। ৮৭.৬ ওভারে অক্ষরের বলে নুরুলকে স্টাম্প আউটꦐ করেন ঋষভ পন্ত। ৩ বলে ৩ রান করেন নুরুল। বাংলাদেশ ১৩৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ।
মুশফিকুর রহিম আউট
৮৭.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। আগের ওভারেই পন্তের হাত থেকে জীবনদান পেয়েছিলেন তিনি। তবে সেটা কাজে লাগাতে পারলেন না মুশফিক। ৫০ বলে ২৩ রান করে আউট হন তিনি। মারেন ২টি🐟 চার। বাংলাদেশ ২৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুরুল হাসান।
মুশফিকুরের ক্যাচ ছাড়লেন পন্ত
৮৬.২ ওভারে উমেশ যাদবের বলে মুশফ🌃িকুর রহিমের সহজ ক্যাচ ছাড়েন ঋষভ পন্ত। ৮৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২৩৪ রান।
প্রতিরোধের চেষ্টায় শাকিব-মুশফিক
৮৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে꧒ ২২৬ রান। মুশফিকুর রহিম🧸 ১৮ ও শাকিব আল হাসান ১৬ রানে ব্যাট করছেন। ৮৪ ওভার শেষে নতুন বল নেয় ভারত।
জাকির হাসান আউট
ব্যক্তিগত♓ শতরান পূর্ণ করেই আউট হয়ে বসেন জাকির হাসান। ৭৮.২ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন জাকির। ২২৪ বলে ১০০ রান করেন তিনি। মারেন ১৩টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ২০৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান।
অভিষেকেই শতরান জাকিরের
ꦅঅভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত শতরান পূর্ণ করলেন জাকির হাসান। ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১৯ বলে শতরানের গণ্ডি ছুঁয়ে ফ♉েলেন জাকির। ৭৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২০৭ রান। জাকির ১০০ ও মুশফিকুর ১৫ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল বাংলাদেশ
৭৭তম ওভারে শেষ ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। তাদের স্কোর ৩ উইকেটে ২০৩꧒ রান। জাকির ৯৬ ও মুশফিকুর ১৫ রানে ব্যাট করছেন।
শতরানের পথে এগচ্ছেন জাকির
৭৬ ওভার শে♋ষে বাংল✅াদেশের স্কোর ৩ উইকেটে ১৯১ রান। ৮৭ রানে ব্যাট করছেন জাকির হাসান। ১২ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।
চায়ের বিরতি
জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ চতুর্থ দিনের চায়ের বিরতিতে ৩ উইকেটের বিনিময়ে ১৭৬ রান সংগ্রহ করেছে।♏ সাকুল্যে ৭১ ওভার ব্যাট করেছে তারা। জাকির হাসান ১৯৫ বলে ৮২ রান করেছেন। তিনি ১১টি চার মেরেছেন। ৫ বলে ২ রান করেছেন মুশফিকুর। জয়ের জন্য এখনও ৩৩৭ রান দরকার বাংলাদেশের। হাতে রয়েছে ৭টি উইকেট।
লিটন দাস আউট
৬৮.৪ ওভারে কুলদীপ যাদবের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন লিটন দাস। ৫৯ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন ল🉐িটন। মারেন ২টি চার। বাংলাদেশ ১৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।
আম্পায়ার্স কলে বেঁচে গেলেন লিটন
৬৪.৫ ওভারে কুলদীপের বলে লিটনের বিরুদ্ধে এলবিডব্লিউ💞-র জোরালো আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ডিআরএসের আবেদন জানান লোকেশ রাহুল। বল স্টাম্পে লাগলেও ইমপ্যাক্টের ক্ষেত্রে আম্পায়ার্স কলে বেঁচে যান লিটন। ৬৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৭০ রান। ৮১ রানে ব্যাট করছেন জাকির।
১৫০ টপকাল বাংলাদেশ
শেষ ইনিংসে ৬৩তম ওভারে দলগত ১৫০ রানের গ💧ণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৬৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৫৪ রান। ৭৩ রানে ব্যাট করছেন জাকির। লিটনের সংগ্রহ ৮ রান।
চাপ বাড়াচ্ছে ভারত
৫৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৪১ রান। ꦇইয়াসির আউট হওয়ার পরে ৮ ওভারে মাত্র ১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জাকির ৬৬ ও লিটন ৩ রানে ব্যাট করছেন।
আউট হয়েও বাঁচলেন লিটন
৫২.৫ ওভারে উমেশ যাদবের বল লিটন দাসের ব্যাটের কানা ছুঁয়ে পন্তের দস্তানায় জমা পড়ে। তবে আবেদন করেনি ভারতীয় শিবির। ফলে আউট দেননি আম্পায়ার। আল্ট্রা 🎶এজে স্পষ্ট হয়ে যায় যে, এক্ষেত্রে আউট হয়েও বেঁচে যান লিটন।
ইয়াসির আলি আউট
৪৯.৬ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির আলি। ১২ বলে ৫ রান কর꧅েন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ শেষ ইনিংসে ১৩১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হা🙈রায়। ব্যাট করতে নামেন লিটন দাস। জাকির ৫৯ রানে ব্যাট করছেন।
নাজমুলকে ফেরালেন উমেশ
অবশেষে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ৪৬.১ ওভারে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে শেষ ইনিংসে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন উমেশ যাদব। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন নাজমুল। স্লিপে ক্যাচ মিস করেন বিরাট কোহলি। তবে বিরাটের হাত থেকে বল ছিটকে মাটিতে পড়ার আগেই ডাইভ দিয়ে তা দস্তানাবন্দি করেন পন্ত♛। নাজমুল ১৫৬ বলে ৬৭ রান করেন। মারেন ৭টি 𝄹চার। বাংলাদেশ ১২৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইয়াসির আলি।
লাঞ্চের পরে সতর্ক নামজুলরা
৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১২৪ রান।ꦬ নাজমুল হোসেন ৬৭ ও💮 জাকির হাসান ৫৭ রানে ব্যাট করছেন। প্রথম উইকেটের খোঁজে রয়েছে টিম ইন্ডিয়া।
লাঞ্চের বিরতি
চতুর্থ দিনের প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি বাংলাদেশ। লাঞ্চে তাদের স্কোর বিনা উইকেটে ১১৯ রান। ১৪৩ বলে ৬৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। মেরেছেন ৭টি চার। ১০৯ ꧃বলে ৫৫ রান করেছেন জাকির হাসান। মেরেছেন ৮টি চার। জয়ের জন্য শেষ ইনিংসে বাংলাদেশের দরকার ꩲআরও ৩৯৪ রান।
অভিষেকে হাফ-সেঞ্চুরি জাকিরের
৭টি বাউন্ডারির সাহায্যে ১০১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন জাকির হাসান। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ব🎃িনা উইকেটে ১১৩ রান। নাজমুল ৬৩ ও জাকির ৫০ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল বাংলাদেশ
৩৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। শেষ ইনিংসে বাংলাদেশের স্কোর বিনা উইকে𝔍টে ১০২ রান। নাজমুল ৫৯ ও জাকির ৪৩ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি নাজমুলের
৬টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্෴চুরি পূর্ণ করেন ꦐনাজমুল হোসেন শান্ত। ৩১ ওভার শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৮৯ রান তুলেছে। সান্ত ৫১ ও জাকির ৩৮ রানে ব্যাট করছেন।
প্রথম আধ ঘণ্টা নির্বিঘ্নে কাটাল বাংলাদেশ
চতুর্থ দিনের সকালে প্রথম ৩০ মিনিট নির্বিঘ্নে কাটিয়ে দেন বাংলাদেশের দুই ওপেনার। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৭ রান। ৫৩ বলে ২৬ রান করেছেন জাকির। ৭৩ বলে ৪১ রা📖ন করেছেন নাজমুল।
৫০ টপকাল বাংলাদেশ
ইনিংসের ১৬তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ১৬ ওভারে ব💞াংলাদেশ শেষ ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান ღতুলেছে। নাজমুল ৩৬ ও জাকির ১৭ রানে ব্যাট করছেন।
চতুর্থ দিনের খেলা শুরু
চতুর্থ দিনে ব্যাট করতে নামেন 🥂গতদিনে অপরাজিত থাকা বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কুলদীপকে দিয়ে বোলিং শুরু করায় ভারত। প্রথম বলেই ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন নাজমুল। দিনের প্রথম ওভারে ১ রান ওঠে। ১৩ ওভার শেষে বাংলাদে🐬শ শেষ ইনিংসে সংগ্রহ করে ৪৩ রান।
চতুর্থ দিনেই জয়ের হাতছানি ভারতের সামনে
জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৪৭১ রান। ভারতের দরকার ১০টি উইকেট। এখনও ২ দিনের খেলা বাকি। হাতে পর্যাপ্ত সময় থাকলেও চট্টগ্রামের ঘূর্ণি পিচে শেষ ইনিংসে ৫০০-র বেশি রান তাড়া করে জেতা অত্যন্ত কঠিন। চতুর্থ দিনেই ব💯াংলাদেশকে অল-আউট করে ম্যাচ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে।
তৃতীয় দিনের স্কোর
ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়। ৫ উইকেট নেন কুলদীপ যাদব।🦩 প্রথম ইনিংসের নিরিখে ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ভারত। ২ উইকেটে ২৫৮ রান তুলে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। শুভমন গিল ১১০ ও চেতেশ্বর পূজারা অপরাজিত ১০২ রান করেন। জয়ের জন্য ৫১৩ রানের লকꦗ্ষ্যমাত্রা নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪২ রান তোলে। নাজমুল ২৫ ও জাকির ১৭ রানে নট-আউট থাকেন।
দ্বিতীয় দিনের স্কোর
প্রথম দিনের পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪০৪ রানে। শ্রেয়স আইয়ার ৮৬, রবিচন্দ্রন অশ্বিন ৫৮ ও কুলদীপ যাদব ৪০ রান করেন। ৪টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশে দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে 💃১৩৩ রান তোলে।
প্রথম দিনের স্কোর
চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারার জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় রানের ভিত গড়ে টিম ইন্ডিয়া। পূজারা ৯০ রানে আউট হন। প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে। শ্রেয়স আইয়🃏ার নট-আউট থাকেন ব্যক্তিগত ৮২ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।