ভারত-ইংল্যান্ড ডে-নাইট টেস্ট ২ দিনে শেষ হয়ে যাওয়ার পর সমালোচনার কেন্দ্র🍒ে মোতেরার বাইশগজ। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আমবাদের পিচ টেস্টের উপযোগী নয়। যদিও আরেকাংশের মত, ব্যাটসম্যানরা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে নিজেদের যথাযথ প্রয়োগ করতে পারেননি বলেই বিপর্যয়। সেই সঙ্গে বেশ কয়েকজনকে এটাও বলতে শোনা গিয়েছে যে, পেস সহায়ক পিচ হলে কেউ কথা বলেন না, অথচ🧜 স্পিনিং ট্র্যাক হলেই এত কথা ওঠে কেন!
এমন তীꦇব্র সমালোচনার মাঝে ন্যাথন লিয়ঁর পূর্ণ সমর্থন পেয়ে যায়💧 মোতেরার বাইশগজ। অজি তারকা স্পষ্ট জানান যে, পিচে বল ঘুরতে শুরু করলেই সবাই কান্নাকাটি শুরু করে দেন। তিনি অন্তত এতে ভুল কিছু দেখছেন না। বরং মোতেরা টেস্ট অত্যন্ত উপভোগ্য হয়েছে বলেই দাবি করেন লিয়ঁ।
অজি তারকা বলেন, ‘সারা বিশ্বজুড়েই আমরা সিমিং পিচে খেলি এবং ৪৭, ৬০ রানে অল-আউটও হয়ে যাই। কেউ কখনও এই নিয়ে🎃 কথা বলেন না। তবে যখনই বল ঘুরতে শুরু করে, সবাই কান্নাকাটি জুড়ে দেন। এটা কেন বুঝি না। আমার পূর্ণ🉐 সমর্থন রয়েছে এবং অত্যন্ত আকর্ষক ম্যাচ ছিল।’
লিয়ঁ আরও বলেন, ‘আমি সারারাত জেগে ম্যাচ দেখেছি। অসাধা🍌রণ ম্যাচ ছিল। আমি তো কিউরেটরকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে আসার কথা ভাবছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।