জেতার জন্য টেস্ট খেলতে নামা উচিত, নাকি পাঁচ দিন ম্যাচ টেনে নিয়ে যাওয়ার জন্য? মোতেরায় তৃতীয় টেস্ট ২ দিনে শেষ হয়ে যাওয়ার পর♏ যাঁরা পিচ নিয়ে সমালোচনায় ব্যস্ত, তাঁদের উদ্দেশ্যে পালটা প্রশ্ন ছুঁড়ে দিলেন বিরাট কোহলি।
ভারত অধিনায়ক এক্ষেত্রে উদাহরণ হিসেবে নিউজিল্যান্ড সফরে তিন দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচের প্রসঙ্গও উত্থাপন করেন। কোহলি জানতে চান, নিউজিল্যান্ডে তাঁরা ত✱িন দিনে টেস্ট হারার পর কেউ পিচ নিয়ে কোনও কথা বলেননি কেন?
আমদবাদে চতুর্থ টেস্টের আগে কোহলি বলেন, ‘আমাকে একটা প্রশ্💟ন করতে দিন। আমাদের কি পাঁচ দিন ম্যাচ ▨টেনে নিয়ে যাওয়ার জন্য খেলা উচিত, নাকি জয়ের জন্য?’
পরক্ষণেই ভারত অধিনায়ক বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে তিন⛦ দিনের মধ্যে টেস্ট হেরেছিলাম। তখন তো কেউ পিচ নিয়ে কোনও কথা বলেনি। আমাদের শক্তি এটাই যে, আমরা নিজেদের খেলায় 💎উন্নতির চেষ্টা করি, পিচ নিয়ে ভাবি না।'
শেষে কোহলি বলেন, ‘স্পিনিং ট্র্যাক নিয়ে বড্ড বেশি ཧকথা হচ্ছে। আমাদের মিডিয়ার উচিত এই দৃষ্টিভঙ্গি তুলে ধরা যে, উপমহাদেশে স্পিন সহায়ক পিচ স্বাভাবিক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।