শুভব্রত মুখার্জি
বিরাট বাহিনী বনাম রুট বাহিনীর চলতি টেস্ট সিরিজ একেবারে শেষ লগ্নে। সির🎃িজের ফল এখন ভারতের অনুকূলে ২-১। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হচ্ছ꧙ে । এই সিরিজে পিচ নিয়ে জোরদার বিতর্ক হয়েছে। আমদাবাদের তৃতীয় টেস্টে মাত্র ২ দিনে শেষ হয়েছে খেলা। তারমধ্যেই সিরিজের শেষ টেস্টের পিচ কেমন হবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
আমদাবাদে শেষ টেস্টে জিতলে বা ড্র করলেই কিইউয়িদের বিরুদ্ধে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন বিরাটরা। এই পরিস্থিতিতে ♔আমদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের টার্নিং পিচই লক্ষ্য বিরাটদের।
পিচ নিয়ে ইংল্যান্ড শিবিরে অসন্তোষ রয়েছে। একইসঙ্গে এই পিচেই ঘুরে দাঁড়ানোর কৌশল বের করার চেষ্টা চালাচ্ছে রুটরা। এমন অবস্থায় ২০১২ সালে ভারতের বুকে ইংল্যান্ডের সিরিজ জয়ের অন্যতম নায়ক ꧋স্পিনার মন্টি পানেসর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এই সিরিজ নিয়ে।
প্রসঙ্🐎গত সেই সিরিজে মন্টি ১৭টি উইকেট নিয়েছিলেন। অনেক প্রাক্তন ব্রিটিশ বিশেষজ্ঞদের মতন তিনিও পিচ নিয়ে তাঁর অখুশি প্রকাশ করেন। ভারতীয়দের মধ্যে ব্যতিক্রমী যুবরাজ সিংয়ের ভাষায় 𝔍তিনিও পিচ নিয়ে সমালোচনা করতে ছাড়লেন না।
আপাতত আমদাবাদে চতুর্থ টেস্টের উইকেটে ভালো ঘাস রয়েছে। টেস্ট শুরুর আগে তা থাকবে কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত নয় ইংল্যান্ড শিবিরও। স্পিনের প্রতি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দুর্বলতা এইধরণের পিচে ক্রমশ প্রকটও হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম খুব সুন্দর। সেখানে টেস্ট ম্যাচ দু’দিনে শেষ হয়ে গেল এটা মানায় না। পিജচ কিউরেটরের ভালো উইকেট উপহার দেওয়া উচিত ছিল। চতুর্থ টেস্টেও যদি এমন উইকেট হয় তবে ভারতের পয়েন্ট কাটা উচিত আইসিসির। ঘূর্নি পিচে আপত্তি নেই। কিন্তু চেন্নাইয়ের চেয়েও মোতেরার উইকেট খারাপ ছিౠল।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।