আঙুল দিয়ে দু' কান চেপে রেখেছেন। চোখ বন্ধ। শুক্রবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করার পরে এমন অদ্ভূত ভঙ্গিতেই দেখা গেল লোকেশ রাহুলকে। মনে𒈔 হচ্ছিল যেন বার্তা দিতে চাইছেন, তিনি খারাপ কিছুই শোনেন না, কিছুই দেখেন না। রাহুলের এ হেন সেলিব্রেশনে হতবাক ক্রিকেট মহল। এই নিয়ে তীব্র চর্চাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কেন এমন করলেন কেএল রাহুল?
এই রহস্য নিজেই ভেদ করেছেন রাহুল। সম্প্রচারকারী চ্য🦩ানেলের হয়ে কৌতুহলী মুরলী কার্তিক এই নিয়ে তাঁকে প্রশ্ন করলে রাহুল বলেন, ‘আমার কিন্তু কাউকে অশ্রদ্ধা করার উদ্দেশ্য ছিল না। কিছু কিছু মানুষ থাকেন, যাঁরা টেন🏅েহিঁচড়ে নীচে নামাতে চান, তাঁদের একেবারে উপেক্ষা করা প্রয়োজন। সেই কারণেই সমস্ত সমালোচনাকে গুরুত্ব না দেওয়ার লক্ষ্য নিয়েই এই বার্তা দিয়েছি।’
৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান তখন ৩৭। সেই সময়ে ক্রিজে আসেন রাহুল। দায়িত্ব নিয়ে সাতটি চার ও দ🍷ু'টি ছয়ের সাহায্যে ১১৪ বলে ১০৮ রান করেন তিনি। একদিনের ক্রিকেটে এটি রাহুলের পঞ্চম শতরান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয় ৩৩৬ রানে। রাহুল বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজের পর চূড়ান্ত হতাশ হয়ে পড়েছিলাম। তবে কখনও সাফল্য, কখনও ব্যর্থতা তো থাকবেই। এটাই তো ক্রিকেটের নিয়ম। এ দিন কয়েকটি বল খেলার পর ছন্দ ফিরে পাই। রান পেলে আত্মবিশ্বাসও বাড়ে। আর ক্রিকেটাররা সেটুকুই চায়।’
পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, তিনশোর উপর রান হওয়ায় তিনি খুশি। বললেনও, ‘বিরাট কোহলির সঙ্গে যখন ব্যাট করছিলাম, তখন তিনশোর উপরে রান করার লক্ষ্য ছিল। স্বভাবতই ৩৩৬ হওয়ায় আমি খুব 🤪খুশি। ভাল গরম ছিল মাঠে। যে কারণে একটা জুটির খুব দরকার ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।