শুভব্রত মুখার্জি
আমদাবাদে হারের জ্বালা যেন কিছুতেই ভুলতে পারছেন না ইংরেজ🃏রা। কখনও আইসিসির কাছে পিচ নিয়ে নালিশ করছেন। কখনৎও ম্যাচ রেফারির কাছে থার্ড আম্পায়ারকে নিয়ে নালিশ করছেন। কখনও আবার বিশেষজ্ঞদের দল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হয় কটাক্ষ না হয় চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যালেস্টার কুকের পর এবার আমদাবাদের পিচকে একহাত নিলেন তাঁর একসময়ের সতীর্থ অ্যান্ড্রু স্ট্রস।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের নিশানায় রয়েছেন আবার ভারত অধিনায়ক বির🧸াট কোহলিও। স্ট্রসের মত, পিচের স্বপক্ষে কথা বলে ভুল করে꧟ছেন কোহলি। তিনি বলেছেন, 'পিচ নিয়ে কুক যা বলেছে তার সঙ্গে আমি সহমত। কোহলির কথা শুনে মনে হচ্ছিল ও গ্রাউন্ডসম্যানদের ভাষায় কথা বলছে।'
প্রসঙ্গত আমদাবাদ টেস্ট ম্যাচ শেষ হওয়ার ꦫপরে কোহলি বলেছিলেন, ‘স্পিন খেলায় দু’দলের ব্যাটসম্যানদের অদক্ষতার কারণেই ম্যাচ এত দ্রুত শেষ হল। ২১টা উইকেট পড়েছে সোজা বলে। বল টার্ন না করে সোজা ঢুকে এসেছে। দু’দলের ব্যাটসম্যানদেরই স্পিন খেলার মানসিকতার যথেষ্ট অভাব ছিল।'
এই প্রসঙ্গে স্ট্রস 🗹ফের বলেছেন, 'জো রুটের দিকে একবার দেখুন। সবাই জানি ও💝 স্পিন কতটা ভালো খেলতে পারে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই ও দারুণ ছন্দে রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে ও কী করতে পারল? মাত্র ১৯ রান। তাও ওই রান করতেই দু’তিন বার আউট হওয়ার হাত থেকে বেঁচেছে। টেস্ট ম্যাচটাও দু’দিনে শেষ হয়েছে। এইভাবে উইকেট বানানোকে কোনওভাবে সমর্থন করা যায় না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।