এজবাস্টন টেস্টের প্রথম তিনদিনেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত। চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্যমাত্𝔉রা ঝুলিয়ে দিয়েও ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর রান তাড়া করে জয় তুলে নেওয়ার পরে এবার জসপ্রীত বুমরাহ-মহম্মদ শামিদের মতো বোলারদের মোকাবিলা করে ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছ ইংল্যান্ড।
চতুর্থ দিনের খেলা শেষ
জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড চতুর্থ দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৫৯ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শꩲেষ দিনে ইংল্যান্ডের দরকার মাত্র ১১৯ রান। হাতে রয়েছে ৭টি উইকেট। জো রুট ৯টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে ৭৬ রান করে অপরাজিত রয়েছেন। জনি বেয়ারস্টোღ ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ৭৩ রান করে নট-আউট রয়েছেন।
২৫০ টপকাল ইংল্যান্ড
৫৫ ওভারে ইংল্♑যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৫৪ রান। জয়ের জন্য মাত্র ১২🦄৪ রান দরকার ব্রিটিশদের। রুট ৭৪ ও বেয়ারস্টো ৬৯ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি বেয়ারস্টোর
প্রথম ইনিংসে ১০৬ রান করার পরে এবার দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেন জনি বেয়ারস্টো। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। ইংল্যান্ড ৫৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৬ রান সংগ্♎রহ করেছে। জয়ের জন্য তাদের দরকার ১৪২ রান। বেয়ারস্টো ৫৫ ও রুট ৭১ রানে ব্যাট করছেন।
১৬১ দরকার ইংল্যান্ডের
ইতিহাস গড়ার হ♛াতছানি ইংল্যান্ডের সামনে। তারা ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলেছে। জয়ের জন্য ১৬১ রান দরকার ব্রিটিশদের। জো রুট ও জনি বেয়ারস্টো ১০০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। রুট ৬৪ ও বেয়ারস্টো ৪৩ রানে ব্যাট করছেন।
দাপুটে হাফ-সেঞ্চুরি জো রুটের
৭টি বাউন্ডারির সাহায্যে ৭১ ꦬবলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুꦰরি পূর্ণ করেন জো রুট। ৪৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২০১ রান। জয়ের জন্য ১৭৭ রান দরকার ইংল্যান্ডের। রুট ৫২ ও বেয়ারস্টো ৩৯ রানে ব্যাট করছেন।
জিততে ২০২ রান দরকার ইংল্যান্ডের
৪১ ওভার শেষে ইংল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলেছে। জয়ের জন্য তাদে🅘র দরকার আরও ২০২ রান। জো রুট ৪৪ ও জনি বেয়ারস্টো ২৩ রানে ব্যাট করছেন।
বেয়ারস্টোর ক্যাচ ধরতে পারলেন না বিহারী
৩৭.৪ ওভারে সিরাজের বল বেয়ারস্টোর ব্যাটের কানা নিয়ে বিহারীর হাতে লাগার পরে বাউন্ডারিতে চলে যায়। তৎপর হলে ক্যাচ ধরতে পারেতেন হনুমা। ইংল্যান্ড ৩৮ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করেছে।ౠ জয়ের জন্য তাদের দরকার ২২১ রা𝐆ন। রুট ৩০ ও বেয়ারস্টো ১৮ রানে ব্যাট করছেন।
পরপর রিভিউ খোয়ালো ভারত
প্রথমে ৩০.৪ ওভারে জাদেজার বলে জো রুটের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানিয়ে রিভিউ খোয়ায় ভারত। পরে ৩১.৩ ওভারে শামির বলে রুটের বিরুদ্ধেই এলবিডব্লিউ-র আবেদন জানিয়ে রিভিউ খꦕুইয়ে বসে ভারত। টিম ইন্ডিয়ার হাতে পড়🧜ে থাকে ১টি মাত্র রিভিউ। বুমরাহ মাঠে নেই। তাই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত। তিনিই ডিআরএসের আবেদন জানান ভারতীয় দলের হয়ে। ইংল্যান্ড ৩২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলেছে। রুট ২০ রানে ব্যাট করছেন।
৩০ ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ১২৭
৩০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করেছে। জো রুট ১১ ও জনি বেয়ারস্টো ৭ র🌠ানে ব্য়াট করছেন।
রান-আউট লিস
ওপেনিং জুটি ভাঙার পরেই ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামে। ১০৭ রানের মাথায় ২টি উইকেট হারানোর পরে ১০৯ রানে ইংল্যান্ডের তৃতীয় 𓂃উইকেটের পতন ঘটে। ২৪.১ ওভারে রা♛ন-আউট হয়ে মাঠ ছাড়েন ঝোড়ো হাফ-সেঞ্চুরি করা অ্যালেক্স লিস। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো। তিনি নিজের দ্বিতীয় বলেই চার মারেন। ২৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৪।
পোপকে ফেরালেন বুমরাহ
চায়ের বিরতির পরে প্রথম বলেই ওলি পোপের ♛উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। ৩ বল খেলে খাতা খোলার আগেই পন্তের দস্তানাꦯয় ধরা পড়েন পোপ। ইংল্যান্ড ১০৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন জো রুট। তিনি প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন।
চায়ের বিরতি
জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড চতুর্থ দিনের চায়ের বিরতিতে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য এখনও ২৭১ রান দরকার ব্রিটিশদের। অ্🎶যালেক্স লিস ৮টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ২টি বল খেলে এখনও খাতা খোলেননি ও🌱লি পোপ।
ক্রাউলিকে ফেরালেন বুমরাহ
২১.৪ ওভারে জ্য♎াক ক্রাউলিকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন জসপ্রীত বুমরাহ। ভারত অধিনায়কের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ব্রিটিশ ওপেনার। ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৬ বলে ৪৬ রান করেন তিনি। ইংল্যান্ড ১০৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ।
১০০ টপকাল ইংল্যান্ড
মাত্র ২০ ওভারেই ১০০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০৪ রান। অ্যালেক্স লিস ৫৩ বলে ৫৪ রান করেছেনไ। ৬৮ বলে ৪৫ রান করেছেন জ্যাক ক্রাউলি। দুই ব্যাটসম্যান মিলিয়ে ১৫টি চার মেরেছেন ২০ ওভারেই। ♐;
হাফ-সেঞ্চুরি লিসের
৮টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেক্স লিস। ১৬ ওভারে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছ🔯ে। লিস ৫৩ ও ক্রাউলি ২২ রানে ব্যাট করছেন।
১৫ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ৭০
১৫ ওভার শেষে 🅷ইংল্যান্ড বিনা উইকেটে ৭০ রান তুলেꦆছে। ওয়ান ডে-র গতিতে রান সংগ্রহ করছেন অ্যালেক্স লিস। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ৪৭ রান তুলেছেন। ৫২ বলে ২২ রান করেছেন ক্রাউলি। চতুর্থ দিনের পিচে রান করা যে মুশকিল নয়, সেটা বোঝা গিয়েছিল শুরু থেকেই। তবে ভারতীয় ব্যাটসম্যানরা অযথা নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।
৭২ বছর আগের রেকর্ড ভাঙলেন পন্ত
প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান। দ্বিতীয় ইনিংসে আগ্রাসী হাফ-সেঞ্চুরি। এজবাস্টন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২০৩ রান সংগ্রহ করে ইতিহাস গড়লেন ঋষভ পন্ত। বিস্তারিত পড়ুন:- IND vs ENG: এজবাস্টনেℱ একই সঙ্গে ধোনি ও ওয়ালকটের রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্ত
৫০ টপকাল ইংল্যান্ড
মাত্র ৯ ওভারেই ৫০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। কোনꦇও উইকেট না হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে তারা🧸। লিস ৩১ ও ক্রাউলি ২১ রানে ব্যাট করছেন।
৫ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ২৬
শেষ ইনিংসে 👍✃ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে। অ্যালেক্স লিস ১৮ ও জ্যাক ক্রাউলি ৭ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের রান তাড়া করা শুরু
ইংল্যান্ডের হয়ে যথারীতি ওপেন করতে নামেন জ্যাক ক্🔴রাউলি ও অ্যালে🔴ক্স লিস। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ১ রান ওঠে।
রেকর্ড রানের টার্গেট ইংল্যান্ডের সামনে
প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকে ৩৭৭ রানে। সুতরাং, এজবাস্টন টেস্ট জিততে ইংল্যান্ডকে তুলতে হবে ৩৭৮ রান। এজবাস্টনে এত রান তাড়া করে কোনও দল কখনও টেস্ট জেতেনি। তাছাড়া ইংল্যান্ড কখনও এত রান তাড়া করে টেস্ট জেতেনি। তারা শেষ ইনিংসে সব থেকে বেশি ৩৬২ রান তাড়া করে টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুতরাং, এজবাস্টনে জয় তুলে নিতে হলে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়তে হবে বꦗ্রিটিশদের।
সাজঘরে ফিরলেন বুমরাহ, অল-আউট ভারত
৮১.৪ ওভারে বেন স্টোকসকে হুক শটে ছক্কা হাঁকান জসপ্রীত বুমরাহ। ঠিক তার পরের বলেই ফের হুক করতে গিয়ে ক্রাউলির হ𒁃াতে ধরা পড়েন জসপ্রীত। ২০ বলে ৭ রান করেন তিনি। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অল-আউট হয়। ২ রান করে নট-আউট থাকেন সিরাজ। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পূজারা ৬৬, পন্ত ৫৭, কোহলি ২০, জাদেজা ২৩, শ্রেয়স ১৯, শামি ১৩ ও বিহারী ১১ রান করেন। ইংল্যান্ডের হয়ে স্টোকস ৪টি উইকেট নেন। ব্রড ও পটস ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও লিচ।
জাদেজা আউট
৭৯.২ ওভারে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। ১টি বাউন্ডꦆারির সাহায্যে ৫৮ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ২৩৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।
আউট ছিলেন বুমরাহ, রিভিউ নিল না ইংল্যান্ড
৭৬.৩ ওভারে জ্যাক লিচের বলে বুমরাহুর বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানা🔥য় ইংল্যান্ড। আম্পায়ার আলিম দার আউট দেননি। তবে রিভিউ নেননি স্টোকসরা। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট হয়ে 🔜যায় যে, ইংল্যান্ড ডিআরএসের আবেদন জানালে আউট হয়ে মাঠ ছাড়তে হতো ভারত অধিনায়ককে। ৭৭ ওভারে ভারতের স্কোর ৮ উইকেটে ৩৩৪।
শামিকে ফেরালেন স্টোকস
লাঞ্চের পরে প্রথম ওবারেই নিজের উইকেট ছু🎉ঁড়ে দিলেন মহম্মদ শামি। ৭৩.৪ ওভারে শর্ট বলে পুল করে লিসকে ক্যাচ প্র্যাক্টিস দিলেন তিনি। ১৩ রান করে মাঠ ছাড়েন শামি। ভারত ২৩০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টুয়ার্ট ব্রড।
জিততে হলে এজবাস্টনে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে
ভারত এখনই যত রানে এগিয়ে, এত রান তাড়া করে এই মাঠে কোনও দল কখনও টেস্ট জেতেনি। বিস্তারিত পড়ুন:- 🐠IND vs ENG: এজব✤াস্টনে জিততে হলে ইংল্যান্ডকে রান তাড়া করার রেকর্ড গড়তে হবে
লাঞ্চে ভারত এগিয়ে ৩৬১ রানে
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের লাঞ্চে ৭ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করেছেꦡ। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৩৬১ রানে। রব🦩ীন্দ্র জাদেজা ১টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ১৭ রান করেছেন। মহম্মদ শামি ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন।
জীবনদান পেলেন জাদেজা
৬৯.৫ ওভারে পটসের বলে রবীন্দ্র জাদেজার সহজ ক্যাচ ছাড়েন অ্যান্ডারসন। জাদেজা তখন ১০ রানে ব্যাট করছিলেন। ভারত ৭০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলেছে। ভারতের হাতে লিড ৩৪৪ রানের♎।
শার্দুল আউট
৬৯.১ ওভারে পটসের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডার💎ি লাইনে জ্যাক ক্রাউলির হাতে ধরা🔯 পড়েন শার্দুল ঠাকুর। চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত পূজারা, শ্রেয়স, পন্ত ও শার্দুলের উইকেট হারায়। চার তারকাই ব্যাট চালিয়ে উইকেট দিয়ে আসেন। ২৬ বলে ৪ রান করেন শার্দুল। ভারত ২০৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শামি।
২০০ ছুঁল ভারত
৬৫ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২০০ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে ৩৩২ রানে। জাদেজা ৬ রানে ব🥀্যাট করছেন।
ঋষভ পন্ত আউট
৬২.২ ওভারে জ্যাক লিচের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে স্লিপে জো রুটের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন পন্ত। ভারত ১৯৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে 🍨নামেন শার্দুল ঠাকুর। ভারতের হাতে লিড রয়েছে ৩৩০ রানের।
শ্রেয়স আইয়ার আউট
৫৯.২ ওভারে পটসের বলে অযথা ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিলেন শ্রেয়স আইয়ার। ৩টি বাউ🔥ন্ডারির সাহায্যে ২৬ বলে ১৯ রান করে অ্যান্ডারসনের ♛হাতে ধরা পড়েন আইয়ার। ভারত ১৯০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
হাফ-সেঞ্চুরি পন্তের
৭টি বাউন্ডারির সাহায্যে ৭৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। উল্লেখ্য, প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি♌ ১৪৬ রান করেন পন্ত। ৫৯ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৮৬।
জীবনদান পেলেন পন্ত
৫৬.৩ ওভারে ব্রডের বলে স্লিপে ঋষভ পন্তের💞 ক্যাচ ছাড়েন জ্যাক ক্রাউলি। ৫৭ ওভারে ভারতের ⛎স্কোর ৪ উইকেটে ১৭০। পন্ত ৪৬ ও শ্রেয়স ১০ রানে ব্যাট করছেন।
৩০০ ছাড়াল লিড
ভারত দ্বিতীয় ইনিংসে ৫৬ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তুলে♈ছে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে বারত এগিয়ে রয়েছে ৩০০ রানে। পন্ত ৪৫ ও শ্রেয়স ৯ রানে ব্যাট করছেন।
পূজারা আউট
৫২.৩ ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে পয়েন্টে অ্যালেক্স লিসের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ৮টি বাউন্ডারির সাহায্যে ১৬৮ বলে ৬৬ রান করে মাঠ ছাড়েন চেতেশ্বর। ভারত ১৫৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট꧅ ক𓃲রতে নামেন শ্রেয়স আইয়ার।
১৫০ টপকাল ভারত
দ্বিতীয় ইনিংসে ৫২ ওভার ব্যাট করে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৫২ র✱ান সংগ্রহ করেছে। সুতরাং ভারত এখনই এগিয়ে ২৮৪ রানে। পূজারা ৬৬ ও পন্ত ৩৮ রানে ব্যাট করছেন।
জোড়া বাউন্ডারি পূজারার
৪৮তম ওভারে জেমস অ্যান্ডারসনকে জোড়া বাউন্ডারি মারেন পূজারা। ওভারে ৯ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ১৪০। পূজারা ৬১ ൲ও পন্ত ৩১ রান করে ব্যাট করছেন।
চতুর্থ দিনের খেলা শুরু
নির্ধারিত সময়ে শুরু চতুর্থ দিনের খেলা। ব্যাট ক﷽রতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চ🧔েতেশ্বর পূজারা ও ঋষভ পন্ত। বোলিং শুরু করেন অ্যান্ডারসন। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে রান তোলা শুরু পূজারার। ৪৬ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১২৬।
ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিতে পারে ভারত
ইতিমধ্যেই ২৫৭ রানের লিড হাতে রয়েছে ভﷺ🙈ারতের। সেই সঙ্গে হাতে রয়েছে ৭টি উইকেট। সুতরাং, ভারত দ্বিতীয় ইনিংসে আরও ১০০ রান সংগ্রহ করতে পারলেই ইংল্যান্ডের সামনে শেষ ইনিংসের টার্গেট সাড়ে তিনশো ছাড়াবে।
তৃতীয় দিনের স্কোর
তৃতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৮৪ রালে অল-আউট হয়ে যায়। ১৩২ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত তৃতীয় দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করেছে। চেতেশ্বর পূজারা ৫০ রান করে অপরাজিত রয়েছেন। ঋষভ পন্ত ব্যাট করছেন ৩০ রান করে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ২৫৭꧅ রানে।
দ্বিতীয় দিনের স্কোর
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৪১৬ রানে। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে𓃲 তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৮৪ রান সংগ্রহ করে।
প্রথম দিনের স্কোর
এজবাস্টন টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোট ৭৩ ওভার খেলা হয়। ভারত প্রথম দিনের শেষে তাদের🎶 প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।