ম্যাচের প্রথম দিনে স্লিপে ফিল্ডিং করার সময় হবহু একইভাবে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরেন জো রুট। তবে সেক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সফট সিগন্যাল নট-আউট থাকায় তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখার পরে ইংল্যান্ডের আবেদন ♌নাকচ করেন। সেযাত্রায় বেঁচে যান জাদেজা।
আসলে ভারতের প্রথম ইনিংসের ৩১.৫ ওভারে ব্রডের বলে স্লিপে জাদেজার ক্যাচ ধরার সময় বল রুটের দুই আঙুলের ফাঁকে মাটি ছোঁয়। তাই নট-ꦬআউট ঘোষিত হন জাদেজা।
আরও পড়ুন:- India vs Northamptonshire T20: ব্যাটে-বলে নꦯায়ক হার্ষাল, কষ্ট করে জিতল ভারত
এবার এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে ফিরে এল সেই একই ঘটনা। এবার স্লিপে ফিল্ডিং♛ করার সময় একইভাবে ইংল্যান্ডের ম্যাথিউ পটসের ক্যাচ ঘরেন শ্রেয়স আইয়ার। টেলিভিশন রিপ্লে দেখে মনে হয় যে, বলের পিছনে আইয়ার🔥ের আঙুল থাকলেও বল সম্ভবত মাটি ছুঁয়ে তাঁর হাতে জমা পড়ে।
যদিও এবার ফলাফল হয় ভিন্ন। ফཧিল্ড আম্পায়ার যেহেতু সফট সিগন্যালে আউটের সংকেত দেন, তাই তৃতীয় আম্পায়ারও আউট ঘোষণা করেন ব্রিটিশ তারকাকে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১.৩ ওভারে সিরাজের বলে আউট হয়ে মাঠ ছাড়তে হয় পটসকে।
আরও পড়ুন:- এজবাস্টনে ৩𓂃৬ বছরের খরা🌼 কাটালেন পূজারা, বাধ্য হয়ে ওপেন করতে নেমে গড়লেন দুর্দান্ত নজির
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।