ভারত ইংল্যান্ডের চলতি পঞ্চম টেস্টের মাধ্যমেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। এজবাস্টনে 🦩খেলার এই ম্যাচে প্রায় গোটা সময়ই ভারতীয় দল এগিয়ে ছিল। তবে চতুর্থ দিনেই খেলার ভোল বদলে যায়। এখন ইংল্যান্ডেꦦর জয় এই ম্যাচে বিশাল কিছু না ঘটলে কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে ভারতের আর সিরিজ জয় সম্ভব হবে না।
৩৭৮ রানের রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড ওপেনা🐻রদের শতরানের পার্টনারশিপ দলকে ভিত দেয়। এরপরে দুই ইনফর্ম ব্যাটার জনি বেয়ারস্টো এবং জো রুটের ১৫০-র অধিক রানের পার্টনারশিপই ইংল্যা⛦ন্ডকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছে। ভারতীয় বোলারদের বেয়ারস্টো-রুটের বিরুদ্ধে কার্যত অসহায় লেগেছে। একদিকে যখন ধীরে ধীরে ভারতের হাত থেকে ম্যাচ ফস্কে যাচ্ছে, ঠিক তখনই অপরদিকে ট্রেন্ডিং রবিচন্দ্রন অশ্বিনের নাম।
আরও পড়ুন:- IND vs ENG Dayܫ 5 Live: বেয়ারস্ট🌞োর জোড়া বাউন্ডারিতে দিনের শুরু ইংল্যান্ডের
তারকা স্পিনারের অভাবটা ভারত টের পাচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। একজন নেটিজেন লেখেন, ‘পৃথিবীর যেখানেই খেলা হোক, অশ্বিনের মতো খেলোয়াড়ের সবসময় দলে থাকা উচিত।’ আরেক বিরাট কোহলিভক্ত দাবি করেন অশ্বিনকে বা▨দ দিয়ে টেস্ট ম্যাচ জেতা সবার পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন:- IND vs ENG: 👍ইংল্যান্ডের জেতার প্রবল সম্ভাবনা, ৯০ মিনিটে শেষ পঞ্চম দিনের টিকিট
শুধু এই টেস্ট নয়, অবাক লাগলেও অশ্বিন এই সিরিজের পাঁচ টেস্টের একটিতেও ভারতের একাদশে সুযোগ পাননি। এই নিয়ে কম তর্ক বিতর্ক হয়নি। তারপরেও না না কারণের দোহাই দিয়ে অশ্বিনকে দলের বাইরে রাখার অজুহাত শুনিয়েছে ম্যানেজমেন্ট।𒀰 তাই স্বাভাবিকভাবেই যখন ভারতীয় বোলাররা এজবাস্টনে খাবি খাচ্ছেন, তখন ভেসে এল অশ্বিনের নাম। ভারত ম্যাচ হেরে গেলে কিন্তু অশ্বিনকে না খেলোনো নিয়ে প্রশ্নটা আরও জোরদার হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।