এজবাস্টন টেস্টের প্রথম তিনদিনে ভারত একতরফা দাপট দেখায়। তবে চতুর্থ দিনে টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয় ইংল্যান্ড। পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে শেষ দিনে ইং🌳ল্যন্ডের ম্যাচ জয় কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। শেষমেশ সেই সম্ভাবনাই সত্যি হཧয়ে দেখা দেয়। এজবাস্টনের দাপুটে জয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংসে ৪১৬ রানে অল-আউট হয়।ﷺইংল্যন্ড প্রথম ইনিংসে ২৮৪ রানে অল-আউট হয়ে যায়। ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৪৫ রানে। ইংল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেটে ৩৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়
ভারতের সিরিজের সেরা বুমরাহ
৫ ম্যাচের সিরিজে ২৩টি উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহ ভারতের সেরা ক্রিকেটꦡার নির্বাচিত হন। তিনি এজবাস্টন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট দখল করেন।
ইংল্যান্ডের সিরিজের সেরা রুট
৫ ম্যাচের ৯টি ইনিংসে ৭৩৭ রান করে ইংল্𒁃যান্ডের প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন জো রুট। লড়াইয়ে ছিলেন অ্যান্ডারসনও। যদিও শেষমেশ বাজি জেতেন রুট।
ম্যাচের সেরা বেয়ারস্টো
দুই ইনিংসেই অনবদ্য শতরান করে এজবাস্টন টেস্টের সেরা ক্রিকেটার নির্ꦕবাচিত হন জনি বেয়ারস্টো। তিনি প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রান করেন।
৭ উইকেটে জয় ইংল্যান্ডের
৭৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের ঝুলিয়ে দেওয়া ৩৭৮ রানের বিশাল টার্গেটে পৌঁছে যায় ইংল্যান্ড। তারা ৭ উইকেটে এজবাস্টন টেস্ট জিতে নেয়। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায়। ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৩ বলে ১৪২ রান করে অপরাজিত থাকেন। জনি বেয়ারস্টো ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৫ বলে ১১৪ রান করে নট-আউট থেকে যান।ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
৬ রান দরকার ইংল্যান্ডের
৭৬তম ওভারে মহম্মদ সিরাজের বলে পরপর ৩টি চার মারেন বেয়ারস্টো। ওভারে ১৪ রান ওঠে। ইংলꦉ্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৭২ রান। জিততে ৬ রান দরকার তাদের।
বেয়ারস্টোর সেঞ্চুরি
১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩৮ ব💟লে ব্যক্তিগত শতরান পূর্ণ🌃 করেন জনি বেয়ারস্টো। তিনি প্রথম ইনিংসেও দলের হয়ে সব থেকে বেশি ১০৬ রান করেন। ৭৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৫৮। রুট ১৩৬ ও জনি ১০০ রানে ব্যাট করছেন।
৩২ রান দরকার ইংল্যান্ডের
৭২ ওভার শেষে শেষ ইনিংসে ইংল্যান্ডের স্কোর 𓆏৩ উইকেটে ৩৪৬ রান। জয়ের জন্য মাত্র ৩২ রান দরকার ব্রিটিশদের। জো রুট ১৭টဣি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৩ বলে ১২৬ রান করেছেন। বেয়ারস্টো ১২৭ বলে ৯৮ রান করেছেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
সেঞ্চুরি রুটের
১৪টি বাউন্ডারির সাহায্যে ১৩৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন জো রুট। ৬৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩১৯। রুট ১০৮ ও বেয়ারস্টো ৯২ রানে ব্যাট♒ করছেন।
৩০০ টপকাল ইংল্যান্ড
৬৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩০১ রান। জয়ের জন্য ৭৭ রান দরকার তাদের। রুট ৯০ ও বেয়ারস্টো ৯২ রানে ব্য𝄹াট করছেন।
৯৬ রান দরকার ইংল্যান্ডের
৬১ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৮২ র🌼ানে। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার মাত্র ৯৬ ✤রান। রুট ৮২ ও বেয়ারস্টো ৮৫ রানে ব্যাট করছেন।
জোড়া বাউন্ডারি বেয়ারস্টোর
দিনের দ্বিতীয় ওভ൩ারে বল করতে আসেন মহম্মদ শামি। ত🗹াঁর ওভারের পরপর ২টি চার মারেন বেয়ারস্টো। ওভারে ৮ রান ওঠে। ৫৯ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ৩ উইকেটে ২৭১ রান।
পঞ্চম দিনের খেলা শুরু
পঞ্চম দিনে ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্রিটিশ ব্যাটসম্যান জো রুট ও জনি বেয়ারস্টো। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। তৃতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন রুট।💜 প্রথম ওভারে ৪ রান ওঠে। ৫৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৬৩ রান। জিততে ১১৫ রান দরকার ব্রিটিশদের।
সিরিজের প্রথম ৪টি টেস্টের ফলাফল
১. নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়।২. লর্ডসের দ্বিতীয় টেস্টে ভারত ১৫১ রানে জয় তুলে নেয় এবং সিরিজে ১-০ এগিয়ে যায়।৩. লিডসের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ৭৬ রান জয় তুলে নেয় এবং সিরিজে ১-১ সমতা ফেরায়।৪. ওভালের চতুর্থ টেস্টে ভারত ১৫১ 🎃রানে জয় তুলে নিয়ে পুনরায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
শুরুতেই টপকাতে হবে রুট-বেয়ারস্টোর বাধা
ম্যাচ জিততে হলে শেষ দিনে ভারতকে ন🧸িয়মিত অন্তরে উইকেট তুলতে হবে। তবে দিনের শুরুতেই রুট ও বেয়ারস্টোর বাধা টপকাতে হবে টিম ইন্ডিয়াকে। নতুবা দু'জনের কোনও একজনই প্রথম সেশনেই ম্যাচ শেষ করে দিতে পারেন।
চতুর্থ দিনের স্কোর
দ্বিতীয় ইনিংসে ভারত অল-আউট হয়ে যায় ২৪৫ রানে। সুতরাং, প্রথম ইনিংসের ১৩২ রানের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে থাকে ৩৭৭ রানে। জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে তারা শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৫৯ রান সংগ্রহ করেছ💝ে। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ১১৯ রান দরকার ইংল্যান্ডের। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ৭টি উইকেট। জো রুট ৯টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে ৭৬ রান করে অপরাজিত রয়েছেন। জনি বেয়ারস্টো ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ৭৩ রান করে নট-আউট রয়েছেন।
তৃতীয় দিনের স্কোর
তৃতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৮৪ রালে অল-আউট হয়ে যꦺায়। ১৩২ রানের লিড হাতে নিয়ে দ্ব𝐆িতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত তৃতীয় দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে।
দ্বিতীয় দিনের স্কোর
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ভারত তাদে꧟র প্রথম ইনিংস শেষ করে ৪১৬ রানে। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৮৪ রান সংগ্রহ করে।
প্রথম দিনের স্কোর
এজবꦯাস্টন টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোট ৭৩ ওভার খেলা 🅘হয়। ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।