লাগাতার দুই ম্যাচে শতক লাগিয়ে শিরোনামে উঠে এসেছেন তিলক বর্মা। তাঁর বিধ্বংসী ব্যাটিং নজর কেড়েছে সকলের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ৫৬ বলে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলে🤪ন তিনি। শুধু তাই নয়, ছিলেন অপরাজিত। এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলককে শেষ দুটি টি-২০ ম্যাচে ৩ নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনিই। এই কারণে নিজেকে ৪ নম্বরে ঠেলে দিতেও দ্বিধা করেননি সূর্য। টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন রোহিত-বিরাট-জাদেজা। নতুন অধিনায়ক নির🍒্বাচিত হন সূর্যকুমার যাদব। তারপর থেকে ভারতের এই নতুন দল অপ্রত্যাশিতভাবে ভালো খেলছে। তরুণ মুখরা বারবার নিজেদের প্রমাণ করছেন।
শুক্রবার ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জানান, এটাই সঠিক সময় বিরাটের জায়গায় তিলককে সুযোগ করে দেওয়ার। তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন একজন ব্যাটসম্যান ধারাবাহিকভাবে ৩ নম্বর স্থানে খেলে ভারতের হয়ে একের পর এক কৃতিত্ব অর্জন করেছিলেন, তাঁর জায়গাটা নেওয়া কারোর পক্ষে মোটেও সহজ নয়, এটা সবসময় আমার মাথায় থাকত। তবে এটা একটা তরুণ ক্রিকেটারের কাছে সঠিক সময় ছিল নিজেকে সেই জায়গার জন্য প্রমাণ করার। বিশেষ করে তিলকের মতো একজন ক্রিকেটারের কাছে।’ সূর্যকুমার আরও বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে প্রচুর কথা হয় এবং আমি ওকে বলেও ছিলাম এটা সঠিক সময় তোমার মতো একজনের ৩ নম্বরে ব্যাট করার জন্য। এই দায়িত্ব শুধুমাত্র এখনকারের জন্য নয়, ভবিষ্যতেও ওকেই এগিয়ে নিয়ে যেতে হবে। ও যেভাবে গত ম্যাচে এবং এই ম্যাচে ব্যাটিং করেছে তা অসাধারণ। আমি আশা করব ও এই একই জিনিস বারবার করবে, শুধুমাত্র টি-২০﷽ তে নয় বরং সব ফরম্যাটে করবে।’
প্রসঙ্গত, ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। দুরন্ত ব্যাটিং করেন সঞ্জু এবং তিলক। দু’জনেই নিজের নিজের শতরান সম্পূর্ণ করেন, অপরাজিতও ছিলেন তাঁরা। ২০ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে বল হাতে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং এবং রবি বিষ্ণোই। ম্যাচ ১৩🌺৫ রানে জিতে সিরিজ পকেটে পুড়ে নেয় টিম ইন্ডিয়া।